x তত্ত্ব ও y তত্ত্ব নিয়ে প্রশ্ন - দৈনিকশিক্ষা

শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষাx তত্ত্ব ও y তত্ত্ব নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক |

ব্যবস্থাপনা কাকে বলে, ব্যবস্থাপনার মৌলিক বিষয় কয়টি, ব্যবস্থাপনার জনক কে, হেনরি ফেওল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে কত খ্রিস্টাব্দে স্বীকৃতি দিয়েছিল, প্রেষণা কাকে বলে, কর্মীদের কেন প্রণোদনার ব্যবস্থা করা হয়, x তত্ত্ব ও y তত্ত্ব কাকে বলে, একজন বিক্রয়কর্মীর কী কী গুণ থাকা দরকার, বাজার কী, বাজার ও ভোক্তা বাজারের মধ্যে পার্থক্য কী, শেয়ার ইস্যু কী, লভ্যাংশ কী, জেটিসন কী এবং জেটিসন কখন করা হয়, ক্রেতা ও ভোক্তার মধ্যে পার্থক্য কী--- শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার ৪৫ম দিনে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) পরীক্ষার্থীদের কাছে হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা থেকে এসব প্রশ্ন করা হয়েছে।

রাজধানীর ইস্কাটনের রেডক্রিসেন্ট বোরাক টাওয়ারে এনটিআরসিএ কার্যালয়ে অনুষ্ঠিত শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেন কলেজ পর্যায়ের হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ের প্রার্থীরা। ৮টি বোর্ড গঠন করে ৪১৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। মৌখিক পরীক্ষা শেষে দৈনিক শিক্ষাডটকমকে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন প্রার্থীরা।

যশোর থেকে আসা সঞ্জয় কুমার পাল জানান, ‘আমার কাছে জানতে চেয়েছেন, ব্যবস্থাপনা কাকে বলে, ব্যবস্থাপনার মৌলিক বিষয় কয়টি, ব্যবস্থাপনার জনক কে, হেনরি ফেওল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে কত খ্রিস্টাব্দে স্বীকৃতি দিয়েছিল। এছাড়া আরও জিজ্ঞেস করা হয়েছে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও মাস্টার্সে কী কী বিষয় ছিল।

খুলনা থেকে আসা মো: হৃদয় জানান, ‘আমার কাছে জানতে চেয়েছেন, প্রেষণা কাকে বলে, কর্মীদের কেন প্রণোদনার ব্যবস্থা করা হয়, x তত্ত্ব ও y তত্ত্ব কাকে বলে, একজন বিক্রয়কর্মীর কী কী গুণ থাকা দরকার, বাজার কী, বাজার ও ভোক্তা বাজারের মধ্যে পার্থক্য কী। এছাড়াও সাধারণ জ্ঞান থেকে কিছু প্রশ্ন করা হয়েছে।‘

নওগাঁ থেকে রুস্তম রব্বানী জানান, ‘আমার কাছে  জানতে  চেয়েছেন, হিসাব বিজ্ঞান কাকে বলে, লুকা প্যাসিওয়ালি কোন দেশের নাগরিক, দুতরফা দাখিলা পদ্ধতি কত খ্রিস্টাব্দে উৎপত্তি হয়, শেয়ার ইস্যু কী এবং লভ্যাংশ কী। এছাড়া আরও জানতে চেয়েছেন কোথা থেকে অনার্স ও মাস্টার্স করেছি।’

বগুড়া থেকে আসা মো: আবু তালিব জানান, ‘আমার কাছে জানতে চেয়েছেন কোথা থেকে অনার্স ও মাস্টার্স করেছি, সুনাম কী ধরণের সম্পত্তি, স্পর্শনীয় ও অস্পর্শনীয় সম্পত্তির মধ্যে পার্থক্য কী, অলিক সম্পদ কী। এছাড়াও সাধারণ জ্ঞান থেকে কিছু প্রশ্ন করা হয়েছে।’ 

বরিশাল থেকে আসা মো: মশিউর রহমান জানান, ‘আমার কাছে জানতে চাওয়া হয়েছে লেনদেন কাকে বলে, ব্যালেন্স সিট কাকে বলে, পণ্য গুদামজাতকরণ কী, জেটিসন কী এবং জেটিসন কখন করা হয়, ক্রেতা ও ভোক্তার মধ্যে পার্থক্য কী। এছাড়াও জানতে চাওয়া হয়েছে বরিশাল থেকে কীভাবে এসেছি।’

যশোর থেকে সুমন সরদার জানান, ‘আমাকে জিজ্ঞেস করা হয়েছে, আধুনিক ব্যবস্থাপনার জনক কে, এফ ডব্লিউ টেইলর কোন দেশের নাগরিক, ব্যাংক শব্দের আভিধানিক অর্থ কী, কোম্পানি আইন কত খ্রিস্টাব্দে প্রণীত হয়। এছাড়াও সাধারণ জ্ঞান থেকে জিজ্ঞেস করা হয়েছে মুজিব নগর দিবস কবে।’

স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের - dainik shiksha স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের ঢাকাসহ ১৩ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ - dainik shiksha ঢাকাসহ ১৩ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত - dainik shiksha টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0028061866760254