অক্টোবরের মাঝামাঝি খুলতে পারে শাবিপ্রবি - দৈনিকশিক্ষা

অক্টোবরের মাঝামাঝি খুলতে পারে শাবিপ্রবি

শাবিপ্রবি প্রতিনিধি |

স্বাস্থ্যবিধি মেনে চলাসহ কিছু শর্ত সাপেক্ষে অক্টোবর মাসের মাঝামাঝি থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) চালু হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনা সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো শাবিপ্রবি বন্ধ আছে। এদিকে সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ও চালু হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

 শাবিপ্রবি কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার পর গত বছরের মার্চের শেষ দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে ক্লাস শুরুর আহ্বান জানায়। এরপর একই বছরের এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে অনলাইনে ক্লাস নেওয়া শুরু হয়। প্রথম দিকে অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক হলেও পরে তা কমতে শুরু করে। উচ্চমূল্যের ইন্টারনেটের কারণে অনেক শিক্ষার্থীর ওপর আর্থিক চাপ তৈরি হয়। আর্থিক সমস্যায় শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি হ্রাস পেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্যোগে অসচ্ছল শিক্ষার্থীদের ইন্টারনেট সুবিধা দেওয়া হয়। এতে চার ধাপে ২ হাজার ২৪৩ জন শিক্ষার্থীকে বিনা মূল্যে ১৫ জিবি করে ইন্টারনেট ডেটা দেওয়া হয়।

অনলাইনে দুই সেমিস্টার ক্লাস নেওয়ার পর চলতি বছরের ২১ মে বিশ্ববিদ্যালয়ের ১৬৫তম একাডেমিক কাউন্সিল সভায় অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে ১৫ জুন থেকে আটকে থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়। তবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হয় ১ জুলাই থেকে। এসব পরীক্ষা অনলাইন ও সশরীর উভয়ভাবেই অনুষ্ঠিত হয়েছে। সরকারি নির্দেশনা পাওয়ার পর কবে নাগাদ বিশ্ববিদ্যালয় চালু করা যায়, সে বিষয়ে সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে। 

স্নাতকোত্তর ক্লাস শুরুর অপেক্ষায় বাড়িতে সময় কাটাচ্ছেন সদ্য স্নাতক শেষ করা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সাবিহা সায়মন। তিনি বলেন, ‘যত দিন বিশ্ববিদ্যালয় খুলছে না, তত দিন আমরা স্বাভাবিক পড়াশোনায় ফিরতে পারছি না। মেয়েরা শিক্ষার দিক থেকে করোনার সময়টাতে আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই এক বছরে আমার অনেক বান্ধবীর বিয়ে হয়ে গেছে। অথচ ওদের স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে চাকরি করার। বিশ্ববিদ্যালয় চালু থাকলে হয়তো তাদের জীবনটা অন্য রকম হতে পারত।’

ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র সাঈদ আহমেদ বলেন, তাঁদের মতো নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ভালো করে বুঝেই উঠতে পারেননি, এরই মধ্যে করোনার হানা। করোনার আগে মাত্র এক মাস ক্যাম্পাসে ছিলেন তাঁরা। অভিজ্ঞতা, পড়াশোনা সব দিক দিয়েই তাঁরা পিছিয়ে গেছেন। অনলাইন ক্লাস চললেও অনেকে ল্যাব ক্লাস হাতে–কলমে করতে পারেননি। একে অপরকেও ভালোভাবে চিনতে পারেননি। বাড়ির চার দেয়ালে আটকে আছেন। বিশ্ববিদ্যালয় কবে চালু হবে, এ আশায় এখন সময় কাটাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও অনলাইনে ক্লাস চালু ছিল করোনা শুরু হওয়ার পর থেকেই। ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটেনি। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাও শুরু হয়েছে। এরই মধ্যে ৯৫ শতাংশ পরীক্ষা নেওয়াও শেষ হয়েছে। তবে দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা চলছে। চলতি মাসের মধ্যেই প্রায় শতভাগ শিক্ষার্থীর করোনার টিকা নেওয়া শেষ হবে। এর ১৫ দিন পর অর্থাৎ আগামী মাসের মাঝামাঝি বিশ্ববিদ্যালয় চালু হওয়ার সম্ভাবনা আছে।

উপাচার্য ফরিদ উদ্দিন আহমদ আরও বলেন, বিশ্ববিদ্যালয় চালুর প্রস্তুতির অংশ হিসেবে এখন আবাসিক দলগুলোর অবকাঠামোগত সংস্কারও করা হচ্ছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকার কারণে শৌচাগার থেকে শুরু করে যেসব স্থানে কিছুটা অবকাঠামোগত সমস্যা তৈরি হয়েছে, সেসব সংস্কারে কাজ চলছে। তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও অনলাইনে নিয়মিত ক্লাস হওয়ায় শিক্ষার্থীদের সেশনজটে পড়তে হয়নি।

নির্দেশনা এলেই চালু হবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা এলেই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চালু হবে বলে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ জানিয়েছে। কর্তৃপক্ষ বলছে, সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিশ্ববিদ্যালয় চালুর সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও এত দিন অনলাইনে ক্লাস হয়েছে। এখন অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষাও নেওয়া হচ্ছে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা এলেই সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এরপরই বিশ্ববিদ্যালয় চালুর তারিখ ঘোষণা করা হবে। তবে যেকোনো মুহূর্তে যেন বিশ্ববিদ্যালয় চালু করা যায়, এ রকম সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।

জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ - dainik shiksha পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা - dainik shiksha হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে - dainik shiksha সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা please click here to view dainikshiksha website Execution time: 0.012966156005859