অক্সফোর্ডের টিকা না পেলে সাময়িক বন্ধ থাকবে দ্বিতীয় ডোজ - দৈনিকশিক্ষা

অক্সফোর্ডের টিকা না পেলে সাময়িক বন্ধ থাকবে দ্বিতীয় ডোজ

নিজস্ব প্রতিবেদক |

জাহাজে নয়, বিমানেই আগামী ১২ মে দেশে আসছে চীনের উপহারের সিনোফার্মের তৈরি পাঁচ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা। এ ছাড়া চলতি মাসের শেষ নাগাদ কোভ্যাক্স থেকে আসছে ফাইজারের এক লাখ ৬২০ ডোজ।

তবে দেশে চলমান অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার বাকি জোগান এখনো নিশ্চিত হয়। এই টিকা সময়মতো না পেলে দ্বিতীয় ডোজ সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অক্সফোর্ডের টিকার জন্য ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ আরো কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করেছে সরকার। এর মধ্যে কোনো দেশ থেকে অক্সফোর্ডের কিছু টিকা পাওয়া যেতে পারে। যদিও তা এখনো নিশ্চিত হয়নি। এর বাইরে বেসরকারি খাত থেকেও কেউ কেউ অক্সফোর্ডের টিকা আনার চেষ্টা করছে। চেষ্টা চলছে অন্যান্য টিকা আনারও।

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও টিকা কমিটির সদস্যসচিব অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা গতকাল শনিবার রাতে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা সর্বাত্মক চেষ্টা চলাচ্ছি। এর পরও যদি হাতে থাকা টিকা শেষ হয়ে যাওয়ার আগে অক্সফোর্ডের টিকা জোগাড় করা না যায় তাহলে দ্বিতীয় ডোজ টিকাদান সাময়িক বন্ধ থাকবে। এতে কোনো সমস্যা হবে না। কারণ এমনিতেই ১২ সপ্তাহ পর্যন্ত সময় পাওয়া যাবে। ফলে বাড়তি ওই চার সপ্তাহ বা এক মাসের মধ্যে আশা করি অক্সফোর্ডের টিকা পেয়ে যাব। এর পরও যদি না পাওয়া যায় তখন বিকল্প পন্থায় যাব। এ ছাড়া যখন যে টিকা আসবে তখন সেই টিকা দেওয়ার কাজ চলতে থাকবে।’

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন

জানা গেছে, রাশিয়ার টিকা আমদানি বা উৎপাদনের ক্ষেত্রে এখনো চুক্তিপত্র নিয়ে পর্যালোচনা চলছে, চূড়ান্ত হতে আরো কিছুটা সময় লাগবে।

গতকাল পর্যন্ত দেশের ৯২ লাখ ২১ হাজার ৩৮৭ জন করোনার টিকা নিয়েছেন। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৮৫৬ জন। ৩৪ লাখ এক হাজার ৫৩১ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ। সে হিসাবে এখনো ২৪ লাখ ১৮ হাজার ৩২৫ জন দ্বিতীয় ডোজ টিকা পাবেন। কিন্তু গতকাল টিকা দেওয়া শেষে হাতে আছে ৯ লাখ ৭৮ হাজার ৬১৩ ডোজ টিকা। যা দিয়ে আরো ১০ দিনের মতো টিকা দেওয়া যাবে। এরপর ঘাটতি থাকছে ১৪ লাখ ৩৯ হাজার ৭১২ ডোজ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা শাখার তথ্য-পরিসংখ্যান বিশ্লেষণ করে এমন হিসাব পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. মিজানুর রহমানের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৮৮ হাজার ১০৭ জন। এর মধ্যে ৫৪ হাজার ৮৭২ জন পুরুষ ও ৩৩ হাজার ২৩৫ জন নারী।

স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0075440406799316