অধ্যক্ষের অফিসে তালা দিলেন তিন শিক্ষক, কলেজের জমি দখলের চেষ্টা! - দৈনিকশিক্ষা

অধ্যক্ষের অফিসে তালা দিলেন তিন শিক্ষক, কলেজের জমি দখলের চেষ্টা!

নিজস্ব প্রতিবেদক |

রাজধানীর উত্তরার ঢাকা উইমেন কলেজের অধ্যক্ষের অফিসে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ উঠেছে কলেজটির তিনজন শিক্ষকের বিরুদ্ধে। কলেজের অধ্যক্ষ ড. মো. আবুল কালাম আজাদ এমনটাই অভিযোগ করেছেন। এদিকে এ অধ্যক্ষের অফিসে তালা লাগানোর কয়েকদিন পরে কলেজের জমি বেদখলের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবার পরিজন নিয়ে ভয়ে আছেন অধ্যক্ষ। বিষয়টি প্রতিকার চেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে অভিযোগ দিয়েছেন অধ্যক্ষ আজাদ। থানায় সাধারণ ডায়েরিও করেছেন অধ্যক্ষ।

 

অধ্যক্ষ অভিযোগে বলেছেন,  গত ১৩ এপ্রিল অফিসে বসে কাজ করছিলাম। এসময় কলেজের সহকারী অধ্যাপক আবদুল বাতেন খান, সহকারী অধ্যাপক জাকির হোসেন খান এবং সহকারী অধ্যাপক হাফিজুর রহমান নামে  তিনজন শিক্ষক আমার অফিসে আসেন। এসময় তারা আমাকে বলেন, আপনার অফিসের চাবি বুঝিয়ে দিয়ে ছুটি নিয়ে চলে যান।  এসময় কেন অফিসের চাবি দিয়ে চলে যাবো জানতে চাইলে তারা উত্তেজিত হয়ে পড়েন ও অসৌজন্যমূলক আচরণ করতে থাকেন। এক পর্যায়ে আমকে হুমকি দিয়ে চলে যান। 

তিনি অভিযোগে আরও জানান, সেদিন অফিস থেকে চলে গেলে তারা আমার অফিসের তালার সাথে তারা একটি তালা ঝুলিয়ে দেন। ফলে, আমি অফিসিয়াল কাজ করতে পারছি না। শিক্ষকদের বেতন ভাতা ও অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরমপূরণে জটিলতা হচ্ছে। 

অধ্যক্ষ আরও বলেছেন, কলেজের জমি নিয়েও জটিলতা সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার (১৯ এপ্রিল) উত্তরার রানাভোলা মৌজায় কলেজের জমি পরিদর্শনে গিয়ে দেখি জনৈক জামাল মিয়া নামের এক লোক জমি বেদখলের চেষ্টা করছেন। তিনি কলেজের জমিতে স্থাপনা সৃষ্টির চেষ্টা করেছেন। জমিতে গেলে তারা ভয়ভীতি প্রদর্শন করেন। বিষয়টি জানিয়ে তুরাগ থানায় একটি জিডিও করা হয়েছে। 

ঢাকা উইমেন কলেজ। ছবি: সংগৃহীত

এদিকে অভিযোগ ওঠা শিক্ষকরা অধ্যক্ষের অফিসে তালা দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগ ওঠাদের একজন আবদুল বাতেন খান। দৈনিক শিক্ষাডটকমকের একে প্রশ্নের জবাবে বলেন, কলেজের শিক্ষকরা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তাই অধ্যক্ষ এসব কথা বলছেন। অধ্যক্ষ উপাচার্যকে পাঠানো চিঠিতে যা দাবি করেছেন তা সত্য নয়। তিনি আরও বলেন, সেদিন (১৩ এপ্রিল) গভর্নিংবডির একজন সদস্যের উপস্থিতিতে অধ্যক্ষের সাথে শিক্ষকদের কথা হয়। তিনি যে তালা দেয়ার অভিযোগ করেছেন তা ঠিক নয়। অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলায় তিনি এ ধরণের অভিযোগ করছেন। জমি নিয়ে সমস্যার কথা শুনেছেন বলেও জানিয়েছেন অভিযুক্ত শিক্ষক আবদুল বাতেন খান।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের - dainik shiksha পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার - dainik shiksha ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে please click here to view dainikshiksha website Execution time: 0.0064191818237305