অনলাইনে পরীক্ষা দিতে চান জবির ৭৬ শতাংশ শিক্ষার্থী - দৈনিকশিক্ষা

অনলাইনে পরীক্ষা দিতে চান জবির ৭৬ শতাংশ শিক্ষার্থী

জবি প্রতিনিধি |

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৭৬ শতাংশ শিক্ষার্থী অনলাইনে সেমিস্টার পরীক্ষা দিতে চান। গতকাল শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক অনলাইন জরিপে এ তথ্য উঠে এসেছে। সমিতির অফিশিয়াল ফেসবুক গ্রুপে এই অনলাইন জরিপে ৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে অনলাইনে পরীক্ষা দিতে আগ্রহ প্রকাশ করেছেন ২ হাজার ৪০৯ জন; যা জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের ৭৫.৯৭ শতাংশ।

সশরীরে পরীক্ষার পক্ষে মত দেন ৬০৪ জন শিক্ষার্থী; যা জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের ১৯.০৪ শতাংশ। এ ছাড়া পরীক্ষা দিতে প্রস্তুত না বলে মত দিয়েছেন ১৫৮ শিক্ষার্থী; যা জরিপে অংশ নেওয়াদের ৫ শতাংশ।

অনলাইনে পরীক্ষা দিতে আগ্রহী নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহনা মেহজাবিন বলেন, ‘অনলাইনে পরীক্ষা চাই। সিজিপিএ কম আসুক, সমস্যা নেই। তবু আর সময় নষ্ট না করার বিনীত অনুরোধ রইল।’

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

এখনই সশরীরে পরীক্ষা দিতে আগ্রহী প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ফারহান আহমেদ রাফি বলেন, ‘করোনার জন্য দীর্ঘ দেড় বছর ধরে একই সেমিস্টারে আটকে আছি। অনলাইনে পরীক্ষা নিলে অনেকেই নেটওয়ার্কজনিত সমস্যার জন্য নির্ধারিত সময়ের মধ্যে উত্তরপত্র জমা দিতে পারছেন না; আবার অনেকে কানেক্ট হতে পারছেন না। এ অবস্থায় অবশ্যই সশরীরে পরীক্ষা নিতে হবে এবং তা যত দ্রুত সম্ভব হবে ততই মঙ্গল। একই সেশনের যেসব বন্ধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তাঁরা আমাদের থেকে ২-৩ সেমিস্টার এগিয়ে গিয়েছে।’

এখনই পরীক্ষা দিতে প্রস্তুত নন জানিয়ে চারুকলা বিভাগের শিক্ষার্থী নভেরা হাসান নিক্কণ বলেন, ‘আমি চারুকলা ও ছাপচিত্র বিভাগে পড়ছি। আমাদের এখানকার ৮০ শতাংশ কোর্সই প্র্যাকটিক্যাল এবং যেগুলো নির্দিষ্ট স্টুডিও ও যন্ত্রাংশ ছাড়া করা সম্ভব না। সেগুলো ব্যক্তিগত উদ্যোগে নিজে ম্যানেজ করে করাও সম্ভব না। আমাদের গত ৬-৮টি সেমিস্টারের কোর্সগুলো সবই অনলাইনে শেষ হয়েছে। মানে প্র্যাকটিক্যাল কোর্স তত্ত্বীয়ভাবে শেষ হয়েছে। এই জ্ঞান দিয়ে আমাদের বা আমার পক্ষে মূল পরীক্ষায় অংশগ্রহণ সম্ভব না এবং পরবর্তীতে উচ্চতর শিক্ষাগ্রহণ করতে গেলে, আমরা কিছুতেই তাল মেলাতে পারব না। তাই উপযুক্ত স্টুডিওবেজড ক্লাস না করে, আমি পরীক্ষায় বসা অনর্থক বলে মনে করি।’

জবির সেশনজট কমাতে সব বিভাগের স্থগিত হওয়া সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনলাইনে নিতে ৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামানকে আহ্বায়ক করে এ কমিটি করা হয়। অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যাপারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা অনুসন্ধান এবং কীভাবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পরীক্ষা নেওয়া যায়, তার সুপারিশ তৈরি করবে এই কমিটি। 

টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান বলেন, ‘অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে কমিটি পর্যালোচনা করছে। করোনা পরিস্থিতির কারণে সশরীরে পরীক্ষা নেওয়া না গেলে অবশ্যই আমরা অনলাইনে পরীক্ষা নেব। কেননা শিক্ষার্থীদের সেশনজট কমাতে হবে। এ জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।’

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন

জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, ‘আমরা ইতিমধ্যে বিজনেস স্টাডিজের ডিনের নেতৃত্বে একটি কমিটি করেছি। কমিটিকে অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যাপারে অনুসন্ধান করতে এবং কীভাবে আমরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পরীক্ষা নিতে পারি, তার সুপারিশ তৈরি করতে বলা হয়েছে।’

ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0041749477386475