অনশনরত শাবিপ্রবি শিক্ষার্থীদের আলোচনার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী - দৈনিকশিক্ষা

অনশনরত শাবিপ্রবি শিক্ষার্থীদের আলোচনার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের ফের আলোচনার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আলোচনার মাধ্যমে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে উদ্ভূত সমস্যার সমাধান করতে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এসময় শিক্ষামন্ত্রী জানান, একান্ত ব্যক্তিগত কিছু কারণে তিনি সিলেটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে অনশনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে পারছেন না। তাই, শিক্ষার্থীদের অনশন ভেঙে বা অনশনরত অবস্থায় ঢাকায় এসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিয়ে শিক্ষকদের পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দলের সাথে আলোচনা শেষে ব্রিফিংয়ে এ আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, যেকোনো সমস্যায় আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আলোচনার জন্য আমাদের দ্বার সব সময় শিক্ষার্থীদের জন্য খোলা আছে। তারা ঢাকায় এসে আমাদের সাথে আলোচনা করুক।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা অবশ্যই দুঃখজনক। ওই ঘটনায় অনেক শিক্ষক শিক্ষার্থী আহত হয়েছে। অনেক শিক্ষক শিক্ষার্থী লাঞ্ছিত হয়েছেন। যা আমরা কখনোই চাইনা।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এ আন্দোলনে অন্য কারো ইন্ধন রয়েছে কি না, অন্য কারো হাত রয়েছে কি না তা আমি জানি না। আপনারা (সাংবাদিকরা) এটি খতিয়ে দেখতে পারেন। শিক্ষার্থীরা অনশন করছে এতে আমরা কষ্ট পাচ্ছি। আবার শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে যে আচরণ করছে তাও গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ক্যাম্পাসে কোন ঘটনার পরে কি ঘটেছে, সেগুলো শিক্ষকেরা জানিয়েছেন। একদিকে যেমন শিক্ষার্থীরা পুলিশের হামলায় আহত হয়েছেন। অন্যদিকে শিক্ষকরাও লাঞ্ছিত হয়েছেন। এটি আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। তাদের কোনো সমস্যা থাকলে সেটি অবশ্যই আলোচনা করতে হবে।

মন্ত্রী বলেন, অনশনরত শিক্ষার্থীদের যখন আমরা আলোচনার আহ্বান জানালাম, তখন তারা স্বতঃস্ফূর্তভাবে রাজি হলো। তারা বললেন, শুক্রবারই তারা দেখা করবেন। কিন্তু হঠাৎ করেই তারা সিদ্ধান্ত পরিবর্তন করলেন। এটা কারো ইন্ধনে হয়েছে কিনা কিন্তু আমরা জানি না।

এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টায় বর্তমান পরিস্থিতি সমাধানের জন্য  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাঁচ সদস্যের দল আলোচনায় বসেন। তাদের মধ্যে আছেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসি কুমার দাস, সাধারণ সম্পাদক মহিবুল আলম, ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদ তালুকদার, ফলিত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন. খায়রুল ইসলাম রুবেল।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে এবার গণ-অনশনে যাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার রাত ৮টা থেকেই তাদের গণ-অনশন কার্যক্রম শুরু হয়েছে। তিন জন শিক্ষার্থী আমরণ অনশনে বসতে নাম লিপিবদ্ধ করেছেন। সন্ধ্যা সাড়ে ৭টায় সংবাদ সম্মেলন করে এই তথ্য জানানো হয়। আর হাসপাতালে ভর্তি শিক্ষার্থীর সংখ্যা শনিবারে বেড়ে দাঁড়িয়েছে ১৬ জন।

হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য - dainik shiksha হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা - dainik shiksha ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক - dainik shiksha সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি - dainik shiksha ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার - dainik shiksha রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0068099498748779