অনৈতিক সুবিধা না পেয়ে আমার চেয়ারে লাথি দিয়েছে অভিভাবক নেতারা: ভিকারুননিসা অধ্যক্ষ - দৈনিকশিক্ষা

অনৈতিক সুবিধা না পেয়ে আমার চেয়ারে লাথি দিয়েছে অভিভাবক নেতারা: ভিকারুননিসা অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক |

অভিভাবক ফোরাম নামে অভিভাবকদের একটি সংগঠন নানাভাবে তাকে হেয় করার চেষ্টা করছে বলে দৈনিক শিক্ষাকে জানিয়েছেন ভিকারুননিসার অধ্যক্ষ কামরুন নাহার। আর ভাইরাল করা ফোনালাপটি এডিট করা বলেও দাবি করেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা। অভিভাবকদের সঙ্গে ফোনে কথা হয়নি বলেও দাবি করেন অধ্যক্ষ।

ফোন কল রেকর্ডের বিষয়ে মতামত জানতে দৈনিক শিক্ষাডটকমকে পক্ষ থেকে যোগাযোগ করা হয় অধ্যক্ষ কামরুন নাহারের সঙ্গে। তিনি শনিবার (২৪ জুলাই) টেলিফোনে দৈনিক দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমার সাথে কোন অভিভাবকের ফোনে কথা হয়না। তাই গালাগাল করার প্রশ্নই আসে না। 

আরও পড়ুন ..পিস্তল রেখে ঘুমাতাম, ..বাচ্চাকে দেশছাড়া করমু: ভিকারুননিসা অধ্যক্ষ বচনে হইচই

অধ্যক্ষ আরও বলেন, অভিভাবক ফোরাম নামে একটি সংগঠন আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। তারা বিভিন্ন অজুহাতে ক্যাম্পাসে ব্যবসা করার ফন্দি করছেন। তাদের ব্যবসার অনুমতি না দেয়ায় তারা নানা অপপ্রচার করছে। কয়েকজন অভিভাবকের অন্যায় দাবি না মানায় আমার বিরুদ্ধে অপপ্রচারের বিষয়টি শিক্ষা সচিবকে জানিয়েছেন বলেও দৈনিক শিক্ষাডটকমকে জানান অধ্যক্ষ। তিনি আরও বলেন, টিপু, মজিদ, রানাসহ অনেকে নানাভাবে অপপ্রচার চালাচ্ছেন। 

শিক্ষা ক্যাডার কর্মকর্তা কামরুন নাহার বলেন, আমি ওদের সাথে কোন কথা বলি না। ওদের ফোন দেখলেও আমি এড়িয়ে যাই। গত ১৬ জুলাই রাতে আমার বাসায় হামলা করেছে অভিভাবক ফোরাম। 

তিনি আরও বলেন, তারা আমার কাছ থেকে বিভিন্নরকম অনৈতিক সুবিধা চান। তারা টাকা চায়। আমি দেই নি। তারা ফেসবুকে নানা কথা লিখেছেন। তারা আমার চেয়ারে লাথি দিয়েছে। বেতন নিয়েছি সেটা নিয়েও অনেক কথা বলেছে। টিপু-রানা-মজিদ তারা একে অপরের শত্রু ছিল। এখন আমার সাথে না পেরে তারা এক হয়েছেন। 

অধ্যক্ষ আরও বলেন, আমি তাদের বলেছি, আমার নামে বদনাম করবেন না। আমি সরকারি কলেজের প্রিন্সিপাল ছিলাম। আমাকে তদবির করে বদলি করে দেন। মনিরুজ্জামান আর রিনা পারভিন গত এপ্রিল মাসের ৭ তারিখের দিকে আমার কাছে ভর্তি ও বদলি চেয়েছেন। তারা আমার কাছে শিক্ষার্থীদের ভর্তি চেয়েছেন। তারা বলেছেন, আপনার কাছে দুইটা অপশন। আমাদের ক্লাস ওয়ানের ভর্তি দেবেন, ক্লাস টু থেকে নাইনের ভর্তি দেবেন, পার্টটাইম শিক্ষক নিয়োগ দেবেন, শাখা পরিবর্তন দেবেন তা না হলে আপনার নামে আমরা পত্রিকায় লেখাবো। আমি বলেছি, আমি সরকারি কর্মকর্তা, সুনামের সাথে চাকরি পালন করেছি আপনারা এসব বলছেন কেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে তারা আমার কন্ফারেন্স রুমের দরজায় লাথি দিয়ে বলেছেন, যে প্রিন্সিপাল আমাদের কথা শোনেন না তাকে ছাত্রীদের দিয়ে মিছিল করিয়ে কলেজ থেকে বের করে দেবো। 

তিনি আরও বলেন, তাদের অনৈতিক সুযোগ দিলে সরকার আমাকে শাস্তি দেবে। আমি কেন তাদের জন্য চুরি বা ভর্তি বাণিজ্য করবো।  আমি তাদের কোন অনৈতিক সুবিধা দেই নি। শিক্ষামন্ত্রী মহোদয় আমাকে চেনেন। আমি আমার সুনাম ধরে চাকরি করতে চাই।

 

স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0069360733032227