আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা হতে পারে শনিবার - দৈনিকশিক্ষা

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা হতে পারে শনিবার

নিজস্ব প্রতিবেদক |

আইনজীবী তালিকাভুক্তিকরণে আইন শিক্ষানবিশদের লিখিত পরীক্ষার ফল শিগগিরই ঘোষণা করা হবে। ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে আজ বিকেলে বার কাউন্সিল বৈঠক ডেকেছে। বৈঠকের বিষয়টি দৈনিক শিক্ষাকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন।

প্রায় ১৩ হাজার শিক্ষার্থী এ ফল প্রকাশের অপেক্ষা করছেন। প্রায় ৬ মাস পর লিখিত পরীক্ষার ফল ঘোষণা করতে যাচ্ছে আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল। এদিকে একটি সুত্র জানিয়েছে শনিবার ফলাফল ঘোষণা করা হবে। 

সংশ্লিষ্টরা বলছেন পরীক্ষার খাতা মূল্যায়ন শেষ করে সেগুলো জমা দিচ্ছেন পরীক্ষকরা। সব ঠিক থাকলে শনিবার ২৯ মে ফল ঘোষণা করা হবে। 

জানতে চাইলে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ‘ ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে আজ বিকেলে আমরা মিটিং করব। শনিবার ফলাফল ঘোষণা করা হচ্ছে কী না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখা যাক। বিকেলে মিটিং পর জানা যাবে। 

এর আগে গত ১৯ এপ্রিল তিনি বলেছিলেন বার কাউন্সিলের যিনি এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান তিনি হলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি। উনার সঙ্গে দুইজন সদস্য রয়েছেন তারাও হাইকোর্টের বিচারপতি। যারা খাতা মূল্যায়ন করেন, পরীক্ষকরাও বিচার বিভাগের। আমরা তাদেরকে অনুরোধ করেছি তাড়াতাড়ি যেন লিখিত পরীক্ষার রেজাল্ট দেয়া হয়। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি লিখিত পরীক্ষার রেজাল্ট ঘোষণা করতে পারব।

হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোকলেছুর রহমান বাদল দৈনিক শিক্ষাডটকমকে বলেছিলেন, এপ্রিলেই বার কাউন্সিলের লিখিত পরীক্ষার রেজাল্ট হবে, আশা করছি। ইতোমধ্যে পরীক্ষার খাতা মূল্যায়ন করে জমা দিচ্ছেন পরীক্ষকরা।

তবে, প্রতিষ্ঠানটির সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম বলছেন ভিন্ন কথা। দৈনিক শিক্ষাডটকমকে তিনি বলেছিলেন, এই মুহুর্তে লিখিত পরীক্ষার রেজাল্ট ঘোষণার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত আমার জানা নেই। করোনার কারণে আমাদের অফিস বন্ধ আছে। সব অফিসই তো বন্ধ।

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

কেন্দ্রে বিশৃংখলার কারণে লিখিত পরীক্ষা দুইবার নেয় বার কাউন্সিল। ২০২০ খ্রিষ্টাব্দের ১৯ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ৯টি কেন্দ্রে। আজিমপুর গভমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ, শেখ বোরহান উুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, সরকারি শহীদ সোহরাওয়াদ্দি কলেজ, মোহাম্মাপুর মহিলা কলেজ. মোহাম্মাদপুর কেন্দ্রীয় কলেজ, সেন্ট্রাল ইউমেন্স কলেজ, বিসিএসআইআর হাইস্কুল, গভমেন্ট মোহাম্মাদপু মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ।

এর মধ্যে মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা বাতিল করা হয়। পরে বাতিল ৫টি কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হয় চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি। 

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন

৯টি কেন্দ্রে মোট ১২ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে পরীক্ষার প্রশ্ন কঠিন এবং করোনার মধ্যে পরীক্ষা নেয়ার ঘটনায় অনেক শিক্ষার্থী বিশৃঙ্খলায় জড়িয়ে পড়েন। এ ঘটনায় মামলা দায়ের এবং অর্ধশতাধিক শিক্ষার্থীকে রিমান্ডে নেয় পুলিশ।

বার কাউন্সিল সূত্রে জানা যায়, ২০২০ খ্রিষ্টাব্দের ২৭ ফেব্রুয়ারি প্রায় ৭০ হাজার আইন শিক্ষানবিশ আইনজীবী এমসিকিউ পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে এমসিকিউ উত্তীর্ণ হন মাত্র আট হাজার ৭৬৪ শিক্ষার্থী। এ ছাড়া ২০১৭ খিষ্ট্রাব্দে ৩৪ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে লিখিত পরীক্ষায় দ্বিতীয় ও শেষবারের মতো বাদ পড়া তিন হাজার ৫৯০ শিক্ষার্থীসহ মোট ১২ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী এবারের লিখিত পরীক্ষায় অংশ নেন।

এর আগে ২০২০ খ্রিষ্টাব্দের ২৬শে সেপ্টেম্বর লিখিত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় বার কাউন্সিল। কিন্তু করোনার কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। তাই করোনার সংক্রমণের মধ্যে পূর্বের নোটিশ অনুসারে পরীক্ষা নিতে পারেনি বার কাউন্সিল। পরে, ২০২০ খ্রিষ্টাব্দের ১৯ ডিসেম্বর লিখিত পরীক্ষা নেয়া হয়।

জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ - dainik shiksha পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা - dainik shiksha হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে - dainik shiksha সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা please click here to view dainikshiksha website Execution time: 0.013152122497559