আজ শুরু লা লিগা ও প্রিমিয়ার লিগ - দৈনিকশিক্ষা

আজ শুরু লা লিগা ও প্রিমিয়ার লিগ

দৈনিকশিক্ষা ডেস্ক |

চীনে সৃষ্ট প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে অনেক ঝক্কিঝামেলা পোহাতে হয়েছে ইউরোপিয়ান ফুটবল ক্লাবগুলোকে। তবে শত বাধা সত্ত্বেও ফের খেলা শুরু করেছিল তারা। এমনকি শেষ পর্যন্ত ২০১৯-২০ মৌসুমের খেলাও শেষ করেছিল তারা। ইউরোপের সেরা ৫ লিগ ইতালিয়ান সিরি আ, জার্মানির বুন্দেসলিগা, স্পেনের লা লিগা, ইংল্যান্ডের ইংলিশ প্রিমিয়ার লিগ ও ফ্রান্সের লিগ ওয়ানের মধ্যে শুধু লিগ ওয়ান বাদে বাকি ৪টি লিগই শেষ করা হয়েছিল। 

লিগ ওয়ান যেহেতু করোনার কারণে বাতিল করে দেয়া হয়েছিল। তাই তারা সবার আগে নতুন মৌসুমের খেলা শুরু করে দেয়। গত ২১ আগস্ট থেকেই শুরু হয় লিগ ওয়ানের নতুন মৌসুম। আর আজ থেকে মাঠে গড়াচ্ছে স্প্যানিশ লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগ।

অবশ্য স্পেনের ঘরোয়া প্রতিযোগিতা লা লিগার ২০২০-২১ মৌসুমের খেলা শুরু হওয়ার কথা ছিল গতকাল শুক্রবার। তবে তা একদিন পিছিয়ে দেয় স্পেনের ফুটবল ফেডারেশন। ফলে ১১ সেপ্টেম্বরের বদলে ১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে খেলা।

গতকাল গ্রানাডা ও অ্যাথলেটিকো বিলবাওয়ের মধ্যকার ম্যাচের মাধ্যমে শুরু হতো লা লিগা। তবে এই ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার নিয়ে যাওয়ায় এখন লা লিগা শুরু হবে আজ শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায়। প্রথম ম্যাচে মুখোমুখি হবে এইবার ও সেল্টা ভিগো। গত মৌসুমের মতো এই মৌসুমেও বাংলাদেশের দর্শকরা লা লিগার ম্যাচগুলো উপভোগ করতে পারবে ফেসবুক লাইভে। উপমহাদেশে লা লিগার জনপ্রিয়তা আরো বাড়ানোর জন্য লা লিগা কর্তৃপক্ষ ফেসবুকের মাধ্যমে খেলাগুলো প্রচার করছে।

এদিকে আজ থেকে লা লিগা শুরু হলেও রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা লা লিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচ খেলবে বেশ দেরি করে। রিয়াল মাদ্রিদ লা লিগায় তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ২০ সেপ্টেম্বর। লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল সোসিয়েদাদকে। বাংলাদেশ সময় রাত ১টায় তারা ম্যাচটি খেলবে। অপরদিকে বার্সেলোনা লা লিগায় তাদের প্রথম ম্যাচ খেলবে ২৭ সেপ্টেম্বর। বার্সার প্রতিপক্ষ হলো ভিয়া রিয়াল। বার্সা ২৭ সেপ্টেম্বর কখন মাঠে নামবে সেই সময় এখনো প্রকাশ করেনি লা লিগা কর্তৃপক্ষ।

অপরদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মাঠে নামবে চ্যাম্পিয়ন লিভারপুলসহ বেশ কয়েকটি দল। লিভারপুল তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে জায়গা করে নেয়া লিডস ইউনাইটেডের বিপক্ষে। লিভারপুল ২০১৯-২০ মৌসুমের শিরোপা জয়ের মাধ্যমে ৩০ বছর পর ইংল্যান্ডের সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতার শিরোপা জয়ের স্বাদ পায়।

তারা শিরোপা জেতে ৭ ম্যাচ হাতে রেখে। লিভারপুল গত মৌসুমের শিরোপা জয়ের পরই জানিয়েছিল তারা আগামী মৌসুমের শিরোপাও জিততে লড়াই করবে। ফলে লিভারপুল চাইবে প্রথম ম্যাচটিতেই জয় তুলে নিয়ে শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকতে।

হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য - dainik shiksha হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা - dainik shiksha ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক - dainik shiksha সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি - dainik shiksha ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার - dainik shiksha রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0036940574645996