আন্দোলনের নামে ২০০ কলেজে চাঁদা চেয়ে চিঠি দিল বাকশিস - দৈনিকশিক্ষা

আন্দোলনের নামে ২০০ কলেজে চাঁদা চেয়ে চিঠি দিল বাকশিস

নিজস্ব প্রতিবেদক |

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহী অঞ্চলের দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁদের অপসারণের দাবি জানিয়ে আসছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) জেলা শাখার নেতারা। সম্প্রতি তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য রাজশাহীর দুই শতাধিক কলেজে চাঁদা আদায়ের চিঠি দিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহী অঞ্চলের পরিচালক ও সহকারী পরিচালকের দুর্নীতি ও অসদাচরণের জন্য সংবাদ সম্মেলন করে তাঁদের অপসারণ দাবি করা হয়েছে। পরে বাকশিস জেলা ও মহানগরের যৌথ সভায় তাঁদের প্রত্যাহার ও তদন্তের মাধ্যমে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আন্দোলনকে বেগবান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য কলেজপ্রতি এক হাজার টাকা পাঠানোর জন্য অনুরোধ করা হয় চিঠিতে।
দুর্নীতির দায়ে অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. কামাল হোসেন এবং সহকারী পরিচালক (কলেজ) ড. আবু রেজা আজাদ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহী অঞ্চলের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক শিক্ষকই তাঁদের এমপিওভুক্তি, পদোন্নতিসহ বিভিন্ন দাবি নিয়ে রাজশাহী বাকশিসের কাছে ধরনা দেন। বাকশিসের নেতৃত্বস্থানীয়রা তখন এসব আবেদন ও তাঁদের অন্যান্য দাবি-দাওয়া নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আসেন। যথার্থতা, যৌক্তিকতা ও তথ্যগত দিক বিবেচনায় সেগুলো অনুমোদন করা হয়। অন্যথায় তা অনুমোদন দেওয়া হয় না। এরই পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে ভিত্তিহীন অভিযোগ তুলে আন্দোলন শুরু করেছেন তাঁরা।

এ নিয়ে স্বাধীনতা শিক্ষক পরিষদ রাজশাহী জেলার সভাপতি মোস্তাফিজুর রহমান মানজাল বলেন, এভাবে রাস্তায় নেমে আন্দোলন করাটা বিধিবহির্ভূত।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) ড. আবু রেজা আজাদ বলেন, ‘তাঁরা প্রায়ই বিধিবহির্ভূত আবেদন অনুমোদনের জন্য চাপ সৃষ্টি করে থাকেন। এখন তাঁরা আমাদের নামে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। ’ আন্দোলনের নাম করে তারা (বাকশিস) কলেজেগুলোতে চিঠি দিয়ে উল্টো চাঁদাবাজি করছে বলে দাবি করেন তিনি।

রাজশাহী জেলা বাকশিসের সভাপতি শফিকুর রহমান বাদশা বলেন, ‘আমরা বিনা রসিদে কোনো টাকা আদায় করি না। বার্ষিক সভায় এসব আয়-ব্যয়ের যাবতীয় হিসাব দেখানো হয়। ’

নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0064218044281006