আপিল বিভাগ থেকেও জামিন পেলেন ট্রাস্টি শাহজাহান - দৈনিকশিক্ষা

নর্থ সাউথের তিন শ কোটি টাকা লোপাটআপিল বিভাগ থেকেও জামিন পেলেন ট্রাস্টি শাহজাহান

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সাবেক ট্রাস্টি মোহাম্মদ শাহজাহানকে শর্তসাপেক্ষে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে শাহজাহানের কারামুক্তিতে আইনগত আর কোনো বাধা নেই।

 নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে গত বছরের ৫ মে মামলা করে দুদক। মামলায় এ দুই ট্রাস্টিসহ চার ট্রাস্টি হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন। গত বছরের ২২ মে হাইকোর্ট আগাম জামিন আবেদন খারিজ করে শাহজাহানসহ চারজনকে পুলিশে সোপর্দ করেন। সাবেক অন্য তিন ট্রাস্টি হলেন- এম এ কাশেম, রেহানা রহমান ও বেনজীর আহমেদ। তারা জামিনে কারামুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।শাহজাহানের জামিন মঞ্জুর করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা লিভ টু আপিল খারিজ করে গতকাল সোমবার (১৬ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের জামিন আদেশ বহল রেখে এ আদেশ দেন। আদালতে ন্যাশনাল ব্যাংকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও আইনজীবী অ্যাডভোকেট এম মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাভোকেট মো. খুরশীদ আলম খান।

এ মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন শাহজাহান। সেই আবেদনের শুনানি নিয়ে গত ৮ আগস্ট তার জামিন প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট। চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১৪ ডিসেম্বর হাইকোর্ট রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে রায় দেন। রায়ে আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেতে পারবেন না—এ দুই শর্তে শাহজাহানকে জামিন দেওয়া হয়। জামিনের বিরুদ্ধে দুদক আপিল বিভাগের চেম্বারজজ আদালতে আবেদন করে। চেম্বারজজ আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন। একই সঙ্গে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান।

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের - dainik shiksha পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার - dainik shiksha ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে please click here to view dainikshiksha website Execution time: 0.0058090686798096