আবরারের হত্যাকারীদের দ্রুত বিচার চান বুয়েট শিক্ষার্থীরা - দৈনিকশিক্ষা

আবরারের হত্যাকারীদের দ্রুত বিচার চান বুয়েট শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি |

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এ দাবিতে মানববন্ধন করেছেন তারা।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে বুয়েট শহীদ মিনারের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বিচারের কার্যক্রম এখনো শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নীরব ভূমিকার সমালোচনা করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আবরারের স্মৃতি রক্ষার্থে বুয়েট প্রশাসনকে আমরা সর্বাত্মকভাবে পাশে চেয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে গত একবছরেও আমাদের দাবিগুলোর কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। এমনকি শিক্ষার্থীদের আয়োজিত স্মরণ সভায় প্রশাসনিক কর্মকর্তাদের অনুপস্থিতি ও সার্বিকভাবে তাদের নীরবতা আমাদের ব্যথিত করেছে। সম্প্রতি আমরা জানতে পেরেছি বুয়েট প্রশাসন আবরার ফাহাদের পরিবারকে মাসিক কিস্তিতে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে বুয়েট প্রশাসনের পক্ষ হতে আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে আনুষ্ঠানিক শোকবার্তা দেওয়া হয়েছে। আশা করছি একইভাবে বুয়েট প্রশাসন আবরার ফাহাদের স্মৃতিরক্ষার্থে তাদের নীরবতা ভেঙে দ্রুত তৎপর হবে।

বক্তারা বলেন, আবরার ফাহাদ আমাদের কারো বন্ধু, কারো ভাই কারো সহপাঠী, কারো অনুজ, কারো অগ্রজ। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে আবরার ফাহাদ আমাদের কাছে একটি বোধের নাম, যার আত্মত্যাগ আমাদের সাহসী করেছে সব প্রকার সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে।

আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা, একটি সন্ত্রাসমুক্ত, অসাম্প্রদায়িক ও রাজনীতিমুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণে সদা অবিচল থাকার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।  সেই সঙ্গে আবরার হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান।

এদিকে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের দুই বছর পূর্ণ হওয়ায় সন্ত্রাস ও দখলদারিত্ব মুক্ত শিক্ষাঙ্গণের দাবিতে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা।

স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0068809986114502