ইসলাম গ্রহণ করে কাবুল গেলেন সেই অস্ট্রেলিয়ান শিক্ষক - দৈনিকশিক্ষা

ইসলাম গ্রহণ করে কাবুল গেলেন সেই অস্ট্রেলিয়ান শিক্ষক

দৈনিকশিক্ষা ডেস্ক |

আফগানিস্তানে তিন বছর বন্দি ছিলেন অস্ট্রেলিয়ান গবেষক অধ্যাপক টিমোথি উইকস। ২০১৬ সালের আগস্টে কাবুলের আমেরিকান ইউনিভার্সিটি থেকে সহকর্মী কেভিন কিংয়ের সঙ্গে অপহৃত হন তিনি। এরপর ২০১৯ সালের নভেম্বরে বন্দিবিনিময়ের সময় মুক্তি পান তিনি। কিন্তু কাবুলে কাটানো সেই বন্দিজীবন তাঁর জীবনের পথ বদলে দেয়।

মুক্তি পেয়ে জেলে দেখা সুন্দর আচার-ব্যবহারে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন সেই শিক্ষক। গত কয়েক বছর ধরে কাবুলে তালেবানের প্রশংসা করে আলোচনার জন্ম দেন তিনি। এবার তিনি আফগানিস্তান ভ্রমণে বের হয়েছেন। 

গত শুক্রবার (১২ আগস্ট) কাবুল বিমানবন্দরে আফগানিস্তানের ঐতিহ্যবাহী পোশাকে অবতরণ করেন টিমোথি উইকস। আফগান সরকারের প্রথম বর্ষপূর্তি উদযাপনে অংশ নেওয়া তার এ সফরের প্রধান উদ্দেশ্য বলে জানান তিনি।  

ইসলাম গ্রহণের পর নিজের নাম রেখেছেন জিবরাইল উমর। তিনি বলেছেন, ‘ছয় বছর আগে আমি আফগানিস্তানে এসেছিলাম। এখানে এসেছি দেশটির সম্পর্কে আরো জানতে। আমি আমার এ যাত্রাকে সম্পন্ন করতে চাই। ’ তালেবানের বর্ষপূর্তি উদযাপনের কথা জানিয়ে তিনি বলেন, ‘আফগানিস্তানের বর্তমান সরকারের বর্ষপূর্তি উদযাপন করা আমার ভ্রমণের অন্যতম লক্ষ্য। ’ 

বন্দিকালের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে আমি তালেবান সৈনিকদের সঙ্গে তিন বছর কাটিয়েছি। আমি তাদেরকে ভালোভাবে প্রত্যক্ষ করেছি, যেভাবে অন্যদের পক্ষে দেখা সম্ভব হয়নি। ’ 

এদিকে তালেবান সরকারের মুখপাত্র খালিদ জাদরান এক টুইট বার্তায় বলেন, ‘জনাব জিবরিল উমরকে স্বাধীন সার্বভৌম আফগানিস্তানে আমার পক্ষ থেকে উষ্ণ স্বাগতম। মহৎ আতিথেয়তার জন্য আফগান জাতি পরিচিত। দেশ ও জাতির প্রতি বিরল ভালোবাসার জন্য জিবরিল অন্যদের চেয়ে বেশি আতিথেয়তা পাওয়ার যোগ্য। ’

তবে বর্তমান পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান এ শিক্ষকের আফগানিস্তান সফর নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অবশ্য এ সফর সম্পর্কে জানলেও অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ দেশটির নাগরিকদের তালেবানের সঙ্গে সম্পর্ক না হওয়ার অনুরোধ জানায়। তা ছাড়া বিপজ্জনক নিরাপত্তা পরিস্থিতির কারণে আফগানিস্তানে ভ্রমণে না যেতে বলা হয়।  

এদিকে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ার শরণার্থী অধিকার ক্যাম্পেইনার জাকি হায়দার তার এ সফরকে ‘আপত্তিকর’ বলে তার ছবি ‘দেখতে বিরক্তিকর’ বলে জানান। আফগান জাতীয় নিরাপত্তা পরিষদের আন্তর্জাতিক সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা বিভাগের সাবেক প্রধান আহমদ সুজা জামাল বলেন, ‘মানুষের উচিত অন্যদের সম্পর্কেও জানার চেষ্টা করা, যাদের সঙ্গে তালেবান এ ধরনের আচরণ করেছিল। ’ 

সূত্র : এসবিএস ও টোলো নিউজ।

জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ - dainik shiksha পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা - dainik shiksha হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে - dainik shiksha সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা please click here to view dainikshiksha website Execution time: 0.0049538612365723