ঈদের আগেই শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেয়ার দাবি বিটিএর - দৈনিকশিক্ষা

ঈদের আগেই শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেয়ার দাবি বিটিএর

নড়াইল প্রতিনিধি |

ঈদের আগের এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) নেতারা। গতকাল বুধবার সমিতি নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই-ধানাইড় (সিডি) মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠানে এসব দাবি জানান তারা। 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব। অনুষ্ঠান উদ্বোধন করেন বিটিএর কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মো: বজলুর রহমান মিয়া ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওসার আহমেদ। লোহাগড়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শেখ আমিনুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মশিয়ূর রহমান, যশোর বোর্ড অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো: কামাল হোসেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াত্জ্জুামান।

সম্মেলনে শিক্ষক নেতারা আসন্ন ঈদুল ফিতরের আগেই এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা,পূর্ণাঙ্গ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দেয়ার জোর দাবি জানান। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান তারা।

অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া ও অধ্যক্ষ শেখ কাওসার আহমেদ বলেন, আসন্ন ঈদুল ফিতরের আগে বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতাসহ অন্যান্য ন্যায্যদাবিগুলো মেনে না নেয়া হয় তাহলে আমরা শিক্ষক সমাজ ঈদুল ফিতরের পর বৃহত্তর আন্দোলনে যাবো এবং দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।

সম্মেলন শেষে বিকেলে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৫টার পর ভোট গ্রহণ ও গণনা শেষে ফল ঘোষণা করা হয়। নির্বাচনে উপজেলার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালযের প্রধান শিক্ষক মো: আমির হোসেন সভাপতি ও মাকড়াইল কে কে এস. ইনস্টিটিউটের সহকারী শিক্ষক মো: ইকরাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মোট ৩৯৮ জন শিক্ষক ভোটের মধ্যে ৩৬৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হামিদ ভূইয়া, নড়াইল জেলা শিক্ষক সমিতির সেক্রেটারি দ্রুব কুমার মন্ডল, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও গোবরা পার্ব্বতী বিদ্যাপিঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, লক্ষীপাশা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম, রেজাউল ইসলাম, জয়পুর ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সুমনসহ অনেকে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নড়াইল জেলা শিক্ষক সমিতির সভাপতি ও চাচই-ধানাইড় (সিডি) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শালনগর মডার্ণ একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান ও লোহাগড়া উপজেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুর রহমান।

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের - dainik shiksha পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার - dainik shiksha ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে please click here to view dainikshiksha website Execution time: 0.0033400058746338