উত্তরে বর্জ্য পরিবহনের গাড়ি চলবে রাতে - দৈনিকশিক্ষা

উত্তরে বর্জ্য পরিবহনের গাড়ি চলবে রাতে

নিজস্ব প্রতিবেদক |

ঢাকার দুই সিটি করপোরেশনের গাড়ির চাপায় ২৪ ঘণ্টার ব্যবধানে দুজন নিহত হওয়ার পর টনক নড়েছে উত্তর সিটি কর্তৃপক্ষের। ঘটনায় জড়িত কর্মকর্তা ও চালকদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠনের পাশাপাশি এবার দিনের বেলায় ময়লার গাড়ি চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রাত ১০টা থেকে সকাল ৭টার মধ্যে বর্জ্য সরানোর কাজ করতে নির্দেশনা দিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ। তবে দক্ষিণে আগে থেকেই রাতে ময়লার গাড়ি চলার নির্দেশনা রয়েছে। অবশ্য কিছু কিছু ওয়ার্ডে এ নির্দেশনা মানা হয় না।

 

এ বিষয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, গত দুই দিনে মেয়রের সঙ্গে কর্মকর্তাদের দফায় দফায় বৈঠক হয়েছে। এতে রাতের মধ্যেই ময়লা পরিবহনের কাজ শেষ করতে চালকদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সারা দিনের বর্জ্য সরানোর কাজ রাত ১০টায় শুরু করে সকাল ৭টার মধ্যেই শেষ করার সর্বোচ্চ চেষ্টা থাকবে। কিন্তু অনিবার্য কারণে (যান্ত্রিক ত্রুটি) কোথাও বর্জ্য থেকে গেলে যদি দিনে গাড়ি বের করার প্রয়োজন হয়, তাহলে দিনেও কিছু কাজ করা হতে পারে। 

যদিও ডিএনসিসির একাধিক কর্মকর্তা জানান, আগে থেকেই সিটি করপোরেশনের ময়লার গাড়ি রাতে চালানোর নির্দেশনা ছিল। তবে সেই নির্দেশনা পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

গত বুধবার ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ির চাপায় মারা যান নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান। পরদিন বৃহস্পতিবার পান্থপথ এলাকায় সংবাদকর্মী আহসান কবীর খানকে চাপা দেয় ঢাকা উত্তর সিটির আরেকটি ময়লার গাড়ি।

গতকাল শুক্রবার ঢাকা উত্তর সিটির বিভিন্ন ওয়ার্ড এলাকার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) ও বর্জ্য জমা রাখার অস্থায়ী জায়গায় বর্জ্যের স্তূপ দেখা গেছে। কারওয়ান বাজারেও বর্জ্যের স্তূপ দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দিনে ময়লা পরিবহনের একটি গাড়ির (কম্পেক্টর) চালক বলেন, ‘দিনের বেলা কোনো গাড়ি বের করতে দিচ্ছে না। গতকাল রাত থেকে এটি করা হয়েছে। আমাদের বলা হয়েছে, রাত ১০টায় গাড়ি নিয়ে বের হয়ে সকাল ৭টার মধ্যে কাজ শেষ করতে। সকাল সকাল কাজ শেষ করার জন্য পরিচ্ছন্নতাকর্মীদের (রাস্তা ঝাড়ু) সময় দুই ঘণ্টা এগিয়ে নিয়ে ভোর ৪টায় কাজ শুরু করতে বলা হয়েছে।’

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস দায়িত্ব নেওয়ার তিন মাস পর গত বছরের আগস্টে সন্ধ্যার পর বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করার নির্দেশনা দিয়েছিলেন। নির্দেশনা অনুযায়ী, সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বর্জ্য সংগ্রহের সার্বিক কাজ শেষ করার কথা ছিল। কিন্তু কিছু কিছু ওয়ার্ডে এমন নির্দেশনা মানা হয় না।

দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ - dainik shiksha আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী - dainik shiksha আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0062742233276367