উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের বেতন নিচ্ছে সরকারি কলেজ - দৈনিকশিক্ষা

উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের বেতন নিচ্ছে সরকারি কলেজ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি |

নীলফামারীর জলঢাকায় উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকেও বেতন নিচ্ছে জলঢাকা সরকারি কলেজ। চলমান এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের বেতন দিতে বাধ্য করছেন কলেজ কর্তৃপক্ষ। তবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের নিয়ম অনুযায়ী সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে কোন প্রকার টিউশন ফি বা বেতন না নেয়ার নিয়ম আছে। কিন্তু তা মানছেন না ২০১৮ খ্রিষ্টাব্দের সরকারিকৃত জলঢাকা ডিগ্রি মহাবিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গেছে, সরকার চলতি বছর এইচএসসি পরীক্ষার ফরম পূরণে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ফি নির্ধারণ করেছে ১ হাজার ৭৭০ টাকা। এর সঙ্গে কলেজের বেতন যোগ করে ২ হাজার ৩৯০ টাকা ফরম পূরণ বাবদ আদায় করা হচ্ছে কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে। উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে বেতন না নেয়ার নির্দেশনা থাকলেও ফরম পূরণের জন্য তাদের কাছ থেকেও বেতন আদায় করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপবৃত্তির সুবিধাভোগী একাধিক মানবিক বিভাগের শিক্ষার্থী দৈনিক শিক্ষাডটকমকে জানান, আমরা গত বছর থেকে উপবৃত্তির টাকা পাচ্ছি, আমাদের কাছ থেকে কোন প্রকার বেতন নেয়ার নিয়ম নেই। অধ্যক্ষ স্যারকে এ কথা জানাবার পর তিনি বলেছেন কোন লাভ নেই, ২ হাজার ৩৯০ টাকার কম হবে না। তাই পরীক্ষা দেওয়ার জন্য বাধ্য হয়ে ২ হাজার ৩৯০ টাকা দিয়েই ফরম পূরণ করেছি।

কলেজ সূত্রে জানা যায়, এবারে জলঢাকা সরকারি কলেজে মোট ৪০০ জন পরিক্ষার্থী এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করবেন। এর মধ্যে উপবৃত্তিপ্রাপ্ত দেড় শতাধিক শিক্ষার্থী। বোর্ড ফি ১ হাজার ৭৭০ টাকা ও ২০ টাকা মাসিক বেতন হারে কলেজের ২৪ মাসের বেতন ৪৮০ ও প্রাকটিক্যালের জন্য ১৪০ টাকাসহ মোট ২ হাজার ৩৯০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীসহ কলেজের মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সব এইচএসসি পরীক্ষার্থীর ফরম পূরণে এ ফি গুণতে হচ্ছে। অতিরিক্ত ফি নেয়ায় ফলে অস্বচ্ছল শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে জলঢাকা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন দৈনিক শিক্ষাডটকমের কাছে দাবি করেন, ‘উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে বেতন নেয়ার নিয়ম আছে। সরকারি কলেজ বেতন কালেকশন করে পরবর্তীতে সরকারের ফান্ডে জমা দেবে।’ 

জলঢাকা সরকারি কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা করা।

এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নাসরীন আফরোজ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, সরকারি কলেজে উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে বেতন নেয়ার নিয়ম নেই, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ - dainik shiksha আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী - dainik shiksha আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0063800811767578