উপবৃত্তির টাকা উত্তোলনে শিক্ষার্থীদের থেকে টাকা নেয়ার অভিযোগ - দৈনিকশিক্ষা

উপবৃত্তির টাকা উত্তোলনে শিক্ষার্থীদের থেকে টাকা নেয়ার অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি |

গাইবান্ধায় উপবৃত্তির টাকা পাইয়ে দেয়ার কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ উঠেছে জেলার বিভিন্ন কলেজের বিরুদ্ধে। এছাড়া, অতিথি আপ্যায়নের কথা বলেও বাড়তি টাকা নিচ্ছে কোন কোন কলেজ। বিষয়টি জানাজানির পর জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গাইবান্ধা আদর্শ ডিগ্রি কলেজের দ্বাদশ ও ডিগ্রি শাখার শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা উত্তোলনের জন্য ১শ' ২০ টাকা করে জমা দিতে বলে কলেজ কর্তৃপক্ষ। আর নিশ্চিত উপবৃত্তি পাইয়ে দেয়ার কথা বলে কারো কারো কাছ থেকে নেয়া হয়েছে ৫’শ টাকা করে। শিক্ষার্থীরা জানান,‘২০টাকা দিয়ে ফর্ম তুলেছি। জমা দেয়ার সময় ১০০টাকা করে নিয়েছে। আর উপবৃত্তি নিশ্চিত পাইয়ে দেয়ার কথা বলে ৫০০টাকা নিয়েছে।’

উপবৃত্তির জন্য খরচ হিসেবে কিছু টাকা নিতে হচ্ছে বলে স্বীকার করে কলেজের অধ্যক্ষ বলেন, বিষয়টি নিয়মমাফিক হয় নি। গাইবান্ধা আদর্শ কলেজের অধ্যক্ষ মোজাহিদ হোসেন খান বলেন,‘অফিস থেকে ১০০টাকা করে নেয়া হয়েছে। ১শ ৮১জন ছাত্র ফর্ম নিয়েছে, তখন তো তারা বললো না কিছু। আমার কলেজে ফান্ড নাই। ছাত্রদের উপকার করার জন্যই তো আমি।’

একই অভিযোগ সাঘাটা উদয়ন মহিলা ডিগ্রি কলেজের বিরুদ্ধেও। উপবৃত্তিসহ নানা কারণে শিক্ষার্থীদের কাছ বাড়তি টাকা নেয়ার তথ্য সংগ্রহ করতে গেলে বাধার মুখে পরে ডিবিসি নিউজ।

সাঘাটা উদয়ন ডিগ্রী কলেজের শিক্ষক জানান,‘কলেজের উন্নয়ন এবং অনলাইন ফি বাবদ ১০০টাকা করে নিয়েছি। খরচ তো নিতেই হবে। অনলাইন চার্জ ৫০টাকা আর কলেজের অন্যান্য স্টাফরা কাজ করে তাদের অপ্যায়ন, সব মিলিয়ে ১০০টাকা আমরা চেয়েছি।’

শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা নেয়ার এমন অভিযোগ উঠছে জেলার আরও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এঅবস্থায় তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানান, জেলা প্রশাসক।

গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল মতিন বলেন,‘আপনার মাধ্যমে অবহিত হলাম। আমার কাছে লিখিত বা কোন ধরণের অভিযোগ আসেনি। তদন্ত করে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয় হবে।’

শিক্ষার্থীদের কাছ থেকে অন্যায়ভাবে টাকা নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0033578872680664