এ বছরই বাকী এসএসসি পরীক্ষা দিতে চান সাফ জয়ী সাথী - দৈনিকশিক্ষা

এ বছরই বাকী এসএসসি পরীক্ষা দিতে চান সাফ জয়ী সাথী

নিজস্ব প্রতিবেদক |

এবারের এসএসসি পরীক্ষা যেদিন শুরু হয়, সাথী বিশ্বাস তখন হিমালয়ের দেশে আকাশ ছোঁয়ার স্বপ্নে দেখছেন। পরদিন ভূটানের সঙ্গে সেমিফাইনাল। পরীক্ষায় বসতে না পারার হতাশা একদিন আগেই উড়ে গেছে নারীদের সাফের সব শিরোপা ঘরে তোলা ভারতকে হারিয়ে। মাথার ভেতর তখন কেবলই সেমিফাইনালের বাধা ডিঙিয়ে ফাইনাল জেতার প্রত্যয়। ভূটানকে বিধ্বস্ত করে ফাইনাল নিশ্চিত হওয়ার পরদিন হয়ে গেলো বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষাও। 

গত ১৯ সেপ্টেম্বর দশরথ স্টেডিয়ামে যখন বহুকাংখিত শিরোপা জয়ের ইতিহাস লেখা হয়ে গেলো, তার আগেই ইংরেজি প্রথম পত্রের পরীক্ষাটাও হয়ে গেছে। পরদিন যখন ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা হয়, তখনও তারা হিমালয় কন্যার কোলে। 

২১ সেপ্টেম্বর দেশে ফিরেছে বাংলাদেশ দল। ছাদখোলা বাসে দাঁড়িয়ে পথে পথে দেখেছে উচ্ছ্বসিত বাঙালির বাঁধভাঙা উল্লাস। তারপর তো একটু আয়েসি সময় কাটানো যেতেই পারতো। কিন্তু, বাংলাদেশ নারী ফুটবল দলের গোলরক্ষক সাথী বিশ্বাসের সে উপায় ছিলো না। তাই টুর্নামেন্টের টানা খেলা, বিদেশ যাত্রার ধকল কাটিতে ২২ সেপ্টেম্বরই পরীক্ষার হলে হাজির হন তিনি।
 
ভালো ছাত্রী হিসেবেই বিকেএসপিতে পরিচিত সাথী। গণিত সাধারণ পরীক্ষা দিয়ে এবারের এসএসসি পরীক্ষার্থী শুরু হয় তার, বিকেএসপির জন্য নির্ধারিত পরীক্ষা কেন্দ্র ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজে। তার আগেই যদিও দুই বিষয়ের চার চারটি পরীক্ষা গত।


 
তাহলে কি হবে ওই চার পরীক্ষার? কিভাবে সাথীকে মূল্যায়ন করা হবে? ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার দৈনিক আমাদের বার্তাকে বলেন, সাথী বিশ্বাস ২২ সেপ্টেম্বর থেকে যে পরীক্ষাগুলো দিচ্ছেন, সেগুলোর সবগুলোতে যদি পাস করেন, তাহলে যেসব পরীক্ষায় এবার বসতে পারেননি, পরের বছর শুধু যেসব পরীক্ষা দিলেই হবে। মূলত বাংলা দুটো মিলে একমাত্র ধরে বোর্ডগুলো এবং ইংরেজি দুটো একটি হিসেবে ধরে। সে হিসেবে সাথী দুটো পরীক্ষা মিস করেছেন।

কিন্তু, সাথী চান, বিশেষ ব্যবস্থাপনায় এ বছরই তার বকেয়া পরীক্ষা নেয়া হোক। সাফের ফাইনালে যদিও রিজার্ভ বেঞ্চে ছিলেন। কিন্তু তিনি তো দেশের প্রয়োজনেই পরীক্ষার জন্য না ফিরে নেপালে রয়ে গিয়েছিলেন দলের সঙ্গে। তাহলে দেশ কেনো তার শিক্ষাজীবন এক বছর পিছিয়ে দেবে?

নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, অতীতে এমন একজন জাতীয় খেলোয়াড় দুটি পরীক্ষা মিস করেছিলেন। বোর্ড কর্তৃপক্ষ তাকে গড় নম্বর দিয়ে ফল প্রকাশ করেছিলো। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল   SUBSCRIBE   করতে ক্লিক করুন।

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের - dainik shiksha পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার - dainik shiksha ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে please click here to view dainikshiksha website Execution time: 0.0035350322723389