এইচএসসি ও সমমান : ১০ পরীক্ষার্থী বহিষ্কার - দৈনিকশিক্ষা

এইচএসসি ও সমমান : ১০ পরীক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক |

এইচএসসির ও সমমান পরীক্ষায় রোববার সারাদেশে ১০ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এইচএসসির অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র পরীক্ষায় ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। অপরদিকে আলিমের বালাগাত ও মানতিক, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, তাজভীদ প্রথম পত্র বিষয়ের পরীক্ষায় ৯ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। তবে, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ভোকেশনালের দ্বাদশ ও একাদশ শ্রেণির ঐচ্ছিক বিষয়, বিএম-বিএমটির দ্বাদশ শ্রেণির উচ্চতর হিসাববিজ্ঞান ও একাদশ শ্রেণির কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম ও প্রডাকশন প্লানিং কন্ট্রোল অ্যান্ড কস্টিং বিষয়ের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত হননি। এ দিন এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশের ১২ হাজার ৭৩৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

রোববার সকালে ও বিকালে সারাদেশে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, বিএম ও বিএমটির পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সারাদেশে ১০ জন পরীক্ষার্থী বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে।

জানা গেছে, রোববার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত নয়টি সাধারণ বোর্ডের অধীনে ১ হাজার ৫১৯টি কেন্দ্রে এইচএসসির অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় ২ লাখ ৮৫ হাজার ৯৯৪ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। কিন্তু পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৮০ হাজার ১৪০ জন। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৮৪৫ জন।

জানা গেছে, ঢাকা বোর্ডের ১ হাজার ২৯৭ জন, রাজশাহী বোর্ডের ৫৫৪ জন, কুমিল্লা বোর্ডের ৭৩১ জন, যশোর বোর্ডের ৫০৬ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ৫২ জন, সিলেট বোর্ডের ৫৭৭ জন, বরিশাল বোর্ডের ১২৮ জন, দিনাজপুর বোর্ডের ৬৫৮ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৩৪২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। এদিন ময়মনসিংহ বোর্ডের ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। 

মাদরাসা শিক্ষা বোর্ডের আলিমের বালাগাত ও মানতিক, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, তাজভীদ প্রথম পত্র বিষয়ের আল ফিকহ দ্বিতীয় পত্র পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন ৯ জন। সকাল ১১টা থেকে দুপুরে একটা পর্যন্ত চলা এ পরীক্ষায় সারাদেশের ৪৪৮টি কেন্দ্রে ৯৩ হাজার ১৭ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা থাকলেও অংশ নিয়েছেন ৮৭ হাজার ২৩৭ জন পরীক্ষার্থী, অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৭৮০ জন পরীক্ষার্থী।  

এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ভোকেশনালের দ্বাদশ ও একাদশ শ্রেণির ঐচ্ছিক বিষয়, বিএম-বিএমটির দ্বাদশ শ্রেণির উচ্চতর হিসাববিজ্ঞান ও একাদশ শ্রেণির কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম ও প্রডাকশন প্লানিং কন্ট্রোল অ্যান্ড কস্টিং বিষয়ের পরীক্ষায় কোনো শিক্ষার্থী বহিষ্কৃত হননি। ৬৭২টি কেন্দ্রে সকাল ও বিকেলে অনুষ্ঠিত এসব পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো ৩৬ হাজার ৯৩৬ জন পরীক্ষার্থীর। পরীক্ষায় অংশ নিয়েছেন ৩৫ হাজার ৮২১ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ১ হাজার ১১৩ জন।

আগামী মঙ্গলবার সকালে এইচএসসির পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এদিন আলিমের ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র ও তাজভীদ দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর একইদিনে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম-বিএমটির দ্বাদশ শ্রেণির ব্যাংকিং ও হিসাবরক্ষণ এবং একাদশ শ্রেণির ফিন্যান্সিয়াল কাস্টমার সার্ভিসেস ও ফিন্যান্স ব্যাংকিং ও বিমা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।

এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ - dainik shiksha এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী হিটস্ট্রোকে বিশ্ববিদ্যালয় ছাত্র তূর্যের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে বিশ্ববিদ্যালয় ছাত্র তূর্যের মৃত্যু পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ - dainik shiksha পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী - dainik shiksha ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ - dainik shiksha প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা please click here to view dainikshiksha website Execution time: 0.0067451000213623