এইচএসসিতে ভুল প্রশ্ন : অনিশ্চিত ৪২ পরীক্ষার্থীর শিক্ষাজীবন - দৈনিকশিক্ষা

এইচএসসিতে ভুল প্রশ্ন : অনিশ্চিত ৪২ পরীক্ষার্থীর শিক্ষাজীবন

শরীয়তপুর প্রতিনিধি |

চলমান এইচএসসি পরীক্ষার কেন্দ্রে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ভুল প্রশ্নপত্র প্রদান করার অভিযোগ উঠেছে হল সুপারের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত হল সুপার নিজের বয়স বাড়ায় ভুল হওয়ার অজুহাত দিয়েছেন।

গতকাল মঙ্গলবার শরীয়তপুর সদর উপজেলার ডোমসার জগত চন্দ্র ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পরীক্ষায় এ ঘটনা ঘটে। 

ফাইল ছবি

জানা যায়, ডগ্রী ইসমাইল হোসেন স্কুল এন্ড কলেজের ৪২ জন পরীক্ষার্থী এই কেন্দ্রে পরীক্ষা দিতে বসেন। প্রশ্নপত্র পাওয়ার ১ ঘণ্টা ২০ মিনিট পর হল সুপার জানান, ২নং সেটের জায়গায় ৪নং সেট প্রশ্ন দেয়া হয়েছে। এসময় আবারও তাদের নতুন প্রশ্ন দেয়া হয়।

এরপরই বিপাকে পড়ে শিক্ষার্থীরা। কারণ, অতিরিক্ত সময় না দিয়েই পরীক্ষা শেষের ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গেই জোরপূর্বক উত্তরপত্র তুলে নেন শিক্ষকরা।

এমন ঘটনায় পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার আশংকায় অনিয়মের অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন।

শিক্ষার্থীরা এমন ঘটনার সম্মুখীন হয়ে মানসিক ভাবে বিপর্যস্ত থাকার কথা জানান। তারা বলেন, এমন অবস্থায় ফলাফল বিপর্যয় অবধারিত, কেউ কেউ রয়েছেন ফেল করার শঙ্কায়।

এ বিষয়ে অভিযুক্ত ডোমসার জগতচন্দ্র ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ এর দায়িত্বপ্রাপ্ত হল সুপার রতন চন্দ্র দাসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এই ঘটনা দৈবক্রমে হয়েছে, ইচ্ছাকৃত না। এছাড়া আমাদের বয়সও বেড়েছে, এখন আর আগের মতো মনে রাখতে পারি না। 

শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে ব্যবস্থা নেয়ার পাশাপাশি যারা এ কর্মকাণ্ড ঘটিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।

উল্লেখ্য, ডোমসার জগতচন্দ্র ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এর আগেও এমন ঘটনার শিকার হয়েছিল শিক্ষার্থীরা।

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0043950080871582