এইচএসসির শেষ দিনে অনুপস্থিত প্রায় ১১ হাজার - দৈনিকশিক্ষা

এইচএসসির শেষ দিনে অনুপস্থিত প্রায় ১১ হাজার

নিজস্ব প্রতিবেদক |

এইচএসসির তত্ত্বীয় পরীক্ষার শেষ হয়েছে। এ পরীক্ষার শেষ দিনে নয়টি সাধারণ বোর্ডের অধীনে অনুষ্ঠিত সমাজকর্ম দ্বিতীয় পত্র ও সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা দেননি সারাদেশের ১০ হাজার ৯৮১ জন পরীক্ষার্থী। এদিন কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র ও সমাজকর্ম দ্বিতীয় পত্র পরীক্ষা অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৯৮১ জন পরীক্ষার্থী। এ পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত হননি। আর দুপুরে ক্রীড়া প্রথম পত্র পরীক্ষায় ১৫ জন পরীক্ষার্থীর সবাই অংশগ্রহণ করেছেন। বিকেশে শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে থেকে দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, এইচএসসি পরীক্ষার শেষ দিন সকালে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র ও সমাজকর্ম দ্বিতীয় পত্র পরীক্ষায় ঢাকা বোর্ডের ২ হাজার ৬৬২ জন, চট্টগ্রাম বোর্ডের ৩৭৯ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৬৫৪ জন, বরিশাল বোর্ডের ৯২৫ জন, সিলেট বোর্ডের ৭১১ জন, দিনাজপুর বোর্ডের ১ হাজার ৯৫ জন, কুমিল্লা বোর্ডের ১ হাজার ১৪৯ জন, ময়মনসিংহ বোর্ডের ৭৩৬ জন এবং যশোর বোর্ডের ১ হাজার ৬৭০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ পরীক্ষায় কোন পরীক্ষার্থী বহিষ্কৃত হননি।

আর দুপুরে ক্রীড়া দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৫ জন। তারা সবাই ঢাকা বোর্ডের পরীক্ষার্থী। এ পরীক্ষায় সব পরীক্ষার্থী অংশ নিয়েছেন। 

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে পাওয়া তথ্যমতে, এবার দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে শুধু এইচএসসি পরীক্ষা দিচ্ছেন ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। এর মধ্যে ছাত্র পাঁচ লাখ ৬৩ হাজার ১১৩ জন। ছাত্রী পাঁচ লাখ ৭৪ হাজার ৯০৪ জন। আর মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দিচ্ছেন এক লাখ ১৩ হাজার ১৪৪ জন। এতে ছাত্র ৬১ হাজার ৭৩৮ জন। ছাত্রী ৫১ হাজার ৪০৬ জন। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএম বা ভোকেশনাল) পরীক্ষা দিচ্ছেন এক লাখ ৪৮ হাজার ৫২৯ জন। এতে ছাত্র এক লাখ চার হাজার ৮২৭ জন। ছাত্রী ৪৩ হাজার ৬৪২ জন।

এইচএসসি পরীক্ষার জন্য ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে ১৩ লাখ ৯৯ হাজারের বেশি শিক্ষার্থী ৯ হাজার ১৮৩টি প্রতিষ্ঠান থেকে দুই হাজার ৬২১টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের - dainik shiksha পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার - dainik shiksha ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে please click here to view dainikshiksha website Execution time: 0.0034101009368896