এডিসির প্রত্যাহার চেয়ে শিক্ষকদের বিক্ষোভ - দৈনিকশিক্ষা

এডিসির প্রত্যাহার চেয়ে শিক্ষকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি |

নারায়ণগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইসমত আরার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে আমলাপাড়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকেরা। অধ্যক্ষের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে গতকাল বুধবার দুপুরে বিদ্যালয়ের প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

তবে জেলা প্রশাসন সূত্র জানা গেছে, অবসর-উত্তর ছুটি (পিআরএল) পাওয়ার পরেও অবৈধভাবে দায়িত্ব চালিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ।

বিক্ষোভে শিক্ষকেরা জানান, গত ১২ ফেব্রুয়ারি বিকেলে কলেজ ছুটির পর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) অধ্যক্ষ শীতল চন্দ্রের কক্ষে ঢুকে তাঁকে কলেজ থেকে বেরিয়ে যেতে বলেন। এ সময় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ রয়েছে বলে কটাক্ষ করেন।

এ ঘটনার পরে প্রতিষ্ঠানে গভর্নিং বডির চেয়ারম্যান হামিদুর রহমান শিক্ষার্থীদের নিয়ে জেলা প্রশাসকের কাছে যান। এডিসির উপস্থিতিতে সেখানে ডিসি তাদের কথা শুনে দিকনির্দেশনা দেন। তার পরও মোবাইল ফোনে অধ্যক্ষকে উসকানিমূলক কথাবার্তা বলেন এডিসি। এর প্রতিবাদেই গতকাল এ বিক্ষোভ হয়।

গভর্নিং বডির চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, ‘আমরা চুক্তিভিত্তিক পাঁচ বছরের জন্য শীতল চন্দ্র রায়কে নিয়োগ দিয়েছি। সম্প্রতি কে বা কারা এডিসির কাছে লিখিত অভিযোগ দিয়েছে। সে বিষয়ে অধ্যক্ষের সঙ্গে যে আচরণ করেছেন, তা অপ্রত্যাশিত।’

অভিযোগের বিষয়ে এডিসি (শিক্ষা ও আইসিটি) ইসমত আরা বলেন, ‘অধ্যক্ষ শীতল চন্দ্র গত ১৫ ডিসেম্বর পিআরএল পেয়েছেন। নীতিমালা অনুযায়ী তিনি অধ্যক্ষ থাকতে পারেন না। ঘটনার দিন প্রতিষ্ঠানে গিয়ে তাঁকে বলেছি—নীতিমালা অনুযায়ী তিনি নেমপ্লেট, প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ চাবি নিজের কাছে রাখতে পারেন না। আমি নীতিমালা অনুসরণ করেছি, এতে কেউ ক্ষুব্ধ হলে কিছু করার নেই।’

এর আগে ২০১২ সালে তৎকালীন সংসদ সদস্য নাসিম ওসমানের স্বাক্ষর জাল করে ডিও লেটার পাঠানোর ঘটনায় পুলিশের করা প্রতারণার মামলায় গ্রেপ্তার হন শিক্ষক শীতল চন্দ্র রায়। এ ছাড়া বিভিন্ন সময় তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে।

এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ - dainik shiksha এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী হিটস্ট্রোকে বিশ্ববিদ্যালয় ছাত্র তূর্যের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে বিশ্ববিদ্যালয় ছাত্র তূর্যের মৃত্যু পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ - dainik shiksha পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী - dainik shiksha ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ - dainik shiksha প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা please click here to view dainikshiksha website Execution time: 0.0037820339202881