এমএফএস ব্যবহারে সচেতনতা বাড়াতে পুলিশ-বিকাশের কর্মশালা - দৈনিকশিক্ষা

এমএফএস ব্যবহারে সচেতনতা বাড়াতে পুলিশ-বিকাশের কর্মশালা

দৈনিকশিক্ষা ডেস্ক |

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার প্রতিরোধে কুড়িগ্রামে দুটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দেশের অন্যতম মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ ও কুড়িগ্রাম জেলা পুলিশের যৌথ আয়োজনে  দিন ব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিকাশ। জেলা পরিষদ কমপ্লেক্স অডিটোরিয়াম ও কুড়িগ্রাম পুলিশ লাইন্স ওই কর্মশালা দুটিতে অংশ নেন কুড়িগ্রাম জেলার বিকাশ এজেন্ট, চ্যানেল পার্টনার ও পুলিশ সদস্যরা।

দিনব্যাপী এই কর্মশালাগুলোতে এজেন্টদেরকে সচেতন করার পাশাপাশি এমএফএস অপব্যবহার করে সংঘটিত অপরাধ ও তা প্রতিরোধে বিকাশের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেয়া হয়। পাশাপাশি, এজেন্ট এবং চ্যানেল পার্টনারদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনা এবং অপরাধী চক্র চিহ্নিতকরণে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য দিয়ে সহায়তা করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অন্য দিকে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে কীভাবে তাদের শনাক্ত করবেন ও আইনের আওতায় আনতে পারবেন সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। 

এসময় কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন, বিকাশ-এর ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিমসহ বিকাশ ও কুড়িগ্রাম জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সংশ্লিষ্ট সব আইন কঠোরভাবে প্রতিপালন করে তার প্ল্যাটফর্মকে নিরাপদ রাখতে সর্বাত্মক প্রয়াস অব্যাহত রেখেছে বিকাশ। এরই অংশ হিসেবে বিকাশ স্বপ্রণোদিত হয়ে এএমএল ৩৬০ অ্যাপের মাধ্যমে এজেন্টদের সকল কর্মকান্ড তদারকি করে থাকে এবং কোনো ব্যত্যয় হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। এসব বিষয়েই এজেন্টসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন করতে বছরজুড়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে বিকাশ।

স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের - dainik shiksha স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের ঢাকাসহ ১৩ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ - dainik shiksha ঢাকাসহ ১৩ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত - dainik shiksha টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0037269592285156