এমপিও না পেলে অনশনের হুমকি অনার্স-মাস্টার্স শিক্ষকদের - দৈনিকশিক্ষা

এমপিও না পেলে অনশনের হুমকি অনার্স-মাস্টার্স শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক |

বেসরকারি ডিগ্রি কলেজগুলোতে কর্মরত সাড়ে ৫ হাজার অনার্স-মাস্টার্স শিক্ষক এমপিওভুক্তির দাবি জানিয়েছেন। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এমপিওভুক্ত না হলে আমরণ অনশন কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন তারা। 

মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দিয়েছেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি হারুন-অর-রশীদ বলেন, তৎকালীন বিধি মোতাবেক, ডিজি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে আমাদের নিয়োগ দেয়া হলেও দীর্ঘ ২৯ বছর সুযোগ-সুবিধার বাইরে রাখা হয়েছে। একই প্রক্রিয়ায় নিয়োগ পেয়ে সরকারিকৃত কলেজের অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকরা ক্যাডার, নন-ক্যাডারভুক্ত হয়েছেন। ডিগ্রি তৃতীয় শিক্ষকরা জনবলে না থাকার পরেও এমপিওভুক্ত হয়েছেন। অন্যদিকে কামিল (মাস্টার্স) শ্রেণির শিক্ষকরাও এমপিওভুক্ত হয়েছেন, অথচ কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকরাও এনটিআরসিএ সনদধারী হয়েও জনবল ও এমপিও নীতিমালায় অন্তর্ভুক্ত না থাকায় এমপিওভুক্ত হতে পারছেন না, যা চরম বৈষম্য এবং মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী। 

তিনি আরও বলেন, ৩০ নভেম্বরের মধ্যে আমাদের এমপিওভুক্ত করা না হলে বা এমপিওভুক্তির ঘোষণা না আসলে আমরা সাড়ে ৫ হাজার অনার্স-মাস্টার্স শিক্ষক আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করবো।

সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, দীর্ঘ সময় বেতন, বঞ্চনার শিকার হয়ে পরিবার-পরিজনের দিকে তাকিয়ে অন্যপথে আয় করার জন্য পা বাড়িয়েছেন।  কেউ রডমিস্ত্রীর কাজ করেন, কেউ ইজিবাইক চালান। এগুলো একজন শিক্ষক হিসেবে কতটা মানায়, কিন্তু পেটের দায়ে তারা এই কাজ করতে বাধ্য হয়। তাই অভুক্ত এই শিক্ষকদের মানবিক কারণে হলেও সরকার দ্রুত এমপিও দেবেন আমরা এই প্রত্যাশা করি।

সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0033359527587891