এমপিওভুক্তির ঘোষণা হচ্ছে না এ অর্থবছরেও - দৈনিকশিক্ষা

এমপিওভুক্তির ঘোষণা হচ্ছে না এ অর্থবছরেও

নিজস্ব প্রতিবেদক |

শিক্ষক কর্মচারীদের অপেক্ষা ও বারবার আশ্বাসের পরও চলতি অর্থবছরে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই। আগামী বৃহস্পতিবার (৩০ জুন) এ অর্থবছর শেষ হচ্ছে। তবে, ৩০ জুনের মধ্যে নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা আসার সম্ভাবনা নেই বলে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছে।  

সোমবার রাতে মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানায়, আগামী পরশু মানে ৩০ জুনের মধ্যে নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তি ঘোষণা আসার সম্ভাবনা নেই। কবে নাগাদ এ ঘোষণা আসবে তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের দৈনিক শিক্ষাডটকমকে বলেন, নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তির সারাংশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছে। সেখান থেকে আসলে নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকা ঘোষণা করা হতে পারে। 

আরও পড়ুন : শিক্ষকরা নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতে পারবেন না : উপমন্ত্রী

গত ১১ জুন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২২-২৩ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, ‘আগামী সপ্তাহেই আমরা এমপিওভুক্তির একটি তালিকা প্রকাশ করতে পারব বলে আশা রাখছি। এমপিওভুক্তির কাজ চলমান রয়েছে, আমরা চেষ্টা করছি সেটি খুব দ্রুতই প্রকাশ করার।’ 

এরআগে গত ৫ জুন শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, আগামী এক সপ্তাহের মধ্যে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ঘোষণা আসবে। 

জানা গেছে, ২ হাজার ১০০টির বেশি প্রতিষ্ঠান নতুন এমপিও নীতিমালা অনুসারে যোগ্য বিবেচিত হয়েছিলো। তবে, কতগুলো প্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে সে বিষয়ে শিক্ষা প্রশাসনের কেউ মন্তব্য করতে চাচ্ছেন না। 

আরও পড়ুন : সাত শিক্ষার্থীর জন্য ১৮ শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত!

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার - dainik shiksha ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার - dainik shiksha ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার অবন্তিকার আত্মহত্যা: সাতদিনের মধ্যে তদন্ত সম্পন্নের আশ্বাস জবি উপাচার্যের - dainik shiksha অবন্তিকার আত্মহত্যা: সাতদিনের মধ্যে তদন্ত সম্পন্নের আশ্বাস জবি উপাচার্যের হয়রানির প্রতিকার চেয়েও ফল পাননি অবন্তিকা, অভিযোগ মায়ের - dainik shiksha হয়রানির প্রতিকার চেয়েও ফল পাননি অবন্তিকা, অভিযোগ মায়ের নতুন শিক্ষাক্রম: শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়লে মিলছে না মূল্যায়ন - dainik shiksha নতুন শিক্ষাক্রম: শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়লে মিলছে না মূল্যায়ন মূল্যায়ন বুঝলেও নৈপুণ্য অ্যাপে চ্যালেঞ্জের মুখে শিক্ষকরা - dainik shiksha মূল্যায়ন বুঝলেও নৈপুণ্য অ্যাপে চ্যালেঞ্জের মুখে শিক্ষকরা ‘পড়তে ও লিখতে’ শেখা প্রকল্প কেনো - dainik shiksha ‘পড়তে ও লিখতে’ শেখা প্রকল্প কেনো please click here to view dainikshiksha website Execution time: 0.012614965438843