এসএসসি পরীক্ষায় পূজা বিঘ্নিত হওয়ার কথা না : চেয়ারম্যান তপন কুমার - দৈনিকশিক্ষা

এসএসসি পরীক্ষায় পূজা বিঘ্নিত হওয়ার কথা না : চেয়ারম্যান তপন কুমার

নিজস্ব প্রতিবেদক |

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১ অক্টোবর পর্যন্ত চলবে এসএসসি পরীক্ষা। গতকাল রোববার এ পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। সে অনুসারে ১ অক্টোবর এসএসসির উচ্চতর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২রা অক্টোবর  থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সপ্তমি। বিজয়া দশমি হলো ৫ অক্টোবর। সেদিনই সরকারি ছুটি। আর ১ অক্টোবর উচ্চতর গণিত পরীক্ষা। যদিও কোনো কোনো সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী ও অভিভাবক উচ্চতর গণিত পরীক্ষা পিছিয়ে দেয়ার দাবি তুলেছেন ফেসবুকে।

কিন্তু দৈনিক শিক্ষার প্রশ্নের জবাবে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, ষষ্ঠী পূজার দিন এসএসসির উচ্চতর গণিত পরীক্ষা নিতে কোনো বাধা দেখছেননা শিক্ষা বোর্ডগুলো। এ বিষয়ে দেশের শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সমন্বয়ে গঠিত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ১ অক্টোবর ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হবে। দূর্গা পূজার সরকারি ছুটি ৫ অক্টোবর অর্থাৎ দশমীর দিন। তাই, ১ অক্টোবর পরীক্ষা নেয়ায় কোন জটিলতা দেখছি না। পরীক্ষা পেছাতে হলে অনেক দেরি হয়। আর পরীক্ষাটা আগে হয়ে গেলে পূজার মূল আকর্ষণ দশমির দিন তারা ফ্রি থাকবে।  

জানা গেছে, আগামী ১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকতা শুরু হয়ে চলবে ৫ অক্টোবর পর্যন্ত। সরকারি ছুটির তালিকা অনুসারে ৫ অক্টোবর অর্থাৎ দশমী পূজার দিন ছুটি। যদিও ২০২২ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল ছুটির তালিকা অনুসারে ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশের সব সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুল দুর্গাপূজা, ঈদে মিলাদুন্নবী, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ছুটি থাকার কথা আছে।

গতকাল রোববার এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ এর পরেই সনাতন ধর্মাবলম্বী অভিভাবকরা উচ্চতর গণিত পরীক্ষার তারিখ নিয়ে আপত্তি তোলেন। এ পরীক্ষাটি একদিন এগিয়ে আনার দাবি জানাচ্ছেন তারা।

তারা বলছেন, যেদিন চলতি বছরের দুর্গাপূজা শুরু হবে সেদিন অর্থাৎ ১ অক্টোবর এসএসসির উচ্চতর গণিত পরীক্ষা। সঙ্গতকারণে এইদিনের পরীক্ষাটি একদিন এগিয়ে ৩০ সেপ্টেম্বরে নেয়ার দাবি জানাচ্ছি। কারণ পূজার শুরুর দিন উচ্চতর গণিত তাহলে শিক্ষার্থীদের পূজার আনন্দ ম্লান হয়ে যাবে। তাই, একদিন এগিয়ে ৩১ সেপ্টেম্বর (শুক্রবার) বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা।

জানা গেছে, ইতোমধ্যে ১ অক্টোবরের উচ্চতর গণিত পরীক্ষা এক দিন এগিয়ে বা কয়েকদিন পেছানোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।

উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা স্মার্ট বাংলাদেশ নির্মাণ ও ‘বিশ্ব বই দিবস’ - dainik shiksha স্মার্ট বাংলাদেশ নির্মাণ ও ‘বিশ্ব বই দিবস’ শিক্ষার মান পতনে ডক্টরেট লেখা বন্ধ জার্মান পাসপোর্টে - dainik shiksha শিক্ষার মান পতনে ডক্টরেট লেখা বন্ধ জার্মান পাসপোর্টে please click here to view dainikshiksha website Execution time: 0.0039219856262207