এসএসসিতে জিপিএ-৫ পেলো যমজ বোন - দৈনিকশিক্ষা

এসএসসিতে জিপিএ-৫ পেলো যমজ বোন

টাঙ্গাইল প্রতিনিধি |

টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পরীক্ষায় যমজ দুই বোন সামিয়া জাহান আফসানা ও সাদিয়া জাহান শাহানা জিপিএ- ৫ পেয়েছে। 

তারা সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে এই সাফল্য অর্জন করেছে।

যমজ দুই বোনের বাবা মো. আল আমিন মিয়া বড়চওনা কুতুবপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবং তাদের মা আফিয়া আক্তার পশ্চিম কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষিকা। তাদের বাড়ি পৌর শহরের ৩ নং ওয়ার্ডের রেজিস্ট্রিপাড়া এলাকায়।

গত ২৮ নভেম্বর প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ১৩০০ নম্বরের মধ্যে সামিয়া জাহান আফসানা পেয়েছে ১ হাজার ২৩৩ নম্বর এবং সাদিয়া জাহান শাহানা পেয়েছে ১ হাজার ২২৮ নম্বর। শাহানা ও আফসানা ২০১৬ সালে কাকার্থা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসিতে জিপিএ- ৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তি ও জেএসসি পরীক্ষায় সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার এসএসসিতেও জিপিএ-৫ পেয়েছে।  

বাবা মো. আল আমিন মিয়া বলেন, আমরা দুজনেই শিক্ষকতা পেশায় থাকার কারণে সন্তানদের পর্যাপ্ত সময় হয়তো দিতে পারিনি, কিন্তু তারা পড়াশোনার বিষয়ে খুবই মনোযোগী ছিল এবং তাদের আগ্রহ দেখে মনে হতো তারা ভাল রেজাল্ট করবে।

সামিয়া জাহান আফসানা বলেন, আমাদের ভালো ফলাফলে বাবা-মার পাশাপাশি শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। আমরা সময়কে সময় দিয়েছি সময় আমাদের দ্বিগুণ হারে ফিরিয়ে দিয়েছে। আমরা দুজনেই ডাক্তার হতে চাই। 

সাদিয়া জাহান শাহানা বলেন, ভালো ফলাফলে করতে হলে পড়াশোনার কোনো বিকল্প নেই। আমরা স্কুলে কোন পড়া জমিয়ে রাখতাম না প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করার চেষ্টা করতাম। চিকিৎসা সেবায় নিজেদের সেরাটা দিয়ে ভবিষ্যতে ভালো একজন ডাক্তার হতে চাই। 

সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইউম হোসাইন বলেন, ষষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণি পর্যন্ত পালাক্রমে  দুই বোন প্রথম এবং দ্বিতীয় হয়েছে তাদের এই অর্জনে আমরা খুশি। তাদের সার্বিক মঙ্গল কামনা করছি। 

জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ - dainik shiksha পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা - dainik shiksha হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে - dainik shiksha সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা please click here to view dainikshiksha website Execution time: 0.013211011886597