করোনাকালেও প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর কাজ চলছে, অধিদপ্তরের কড়া চিঠি - দৈনিকশিক্ষা

করোনাকালেও প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর কাজ চলছে, অধিদপ্তরের কড়া চিঠি

নিজস্ব প্রতিবেদক |

করোনায় সব স্কুল বন্ধ থাকলেও কতিপয় কর্মকর্তার সহায়তায় কতিপয় এনজিওর কাজ চলছে দেদার। এতে প্রাথমিক শিক্ষার উন্নয়নের নামে বিদেশ থেকে আনা কোটি কোটি ডলার আনা এনজিওগুলোর ব্যবসা জমজমাট। কতিপয় শিক্ষক নেতাও জড়িত এসব এনজিওর সঙ্গে। এসব বন্ধে আদেশ জারি করেছে অধিদপ্তর। বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনুমোদন ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে কোন কার্যক্রম পরিচালনা করতে পারবে না বেসরকারি সংস্থা (এনজিও)। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র করে কোন এনজিওর কার্যক্রম বাস্তাবায়ন না করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ নির্দেশনার পরও কোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অননুমোদিতভাবে এনজিও কার্যক্রম পরিচালনা করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যাক্তিগতভাবে দায়ী থাকবেন বলেও হুঁশিয়ার করেছে অধিদপ্তর।

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সব বিভাগীয় উপপরিচালকদের পাঠানো চিঠিতে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র করে কোন এনজিওর কার্যক্রম বাস্তাবায়ন না করার নির্দেশ দেয়া হয়েছে। 

অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে ২০২০ খ্রিষ্টাব্দের ১৮ মার্চ থেকে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে স্বাভাবিক পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। এসময়ে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের লেখাপড়া অব্যাহত রাখার জন্য বিকল্প উপায়ে সংসদ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও কমিউনিটি রেডিও এবং শিক্ষার্থীদের বাড়ির কাজ দেয়ার মাধ্যমে শিখন শেখানো কার্যক্রম চলমান রয়েছে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, এ পরিস্থিতিতেও কিছু বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) প্রাথমিক শিক্ষা সংক্রান্ত প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম অব্যাহত রেখেছে। কোভিড-১৯ পরিস্থিতিতে এরূপ কার্যক্রম বাস্তাবায়নের সুযোগ নেই।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন

আদেশে আরও বলা হয়েছে, কোন কোন বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যক্রম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত করছে বলে প্রতীয়মান হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম চলাকালে কোন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) বিদ্যালয়ভিত্তিক এ সংক্রান্ত যেকোন কার্যক্রম বাস্তবায়নের অবকাশ নেই।

আদেশে বিভাগীয় উপপরিচালকদের বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় যেকোন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কর্তৃক প্রাথমিক শিক্ষা সংক্রান্ত প্রকল্প বাস্তবায়ন বা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রিক যেকোন কার্যক্রম যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বাস্তবায়ন না করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। 

বিষয়টি জরুরি উল্লেখ করে অধিদপ্তর আদেশে আরও জানিয়েছে, এ বিষয়ে ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।

জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ - dainik shiksha পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা - dainik shiksha হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে - dainik shiksha সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা please click here to view dainikshiksha website Execution time: 0.0039970874786377