করোনায় আক্রান্ত সাকিব, খেলা হচ্ছে না চট্টগ্রাম টেস্ট - দৈনিকশিক্ষা

করোনায় আক্রান্ত সাকিব, খেলা হচ্ছে না চট্টগ্রাম টেস্ট

নিজস্ব প্রতিবেদক |

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন সাকিব আল হাসান, তবে দলে যোগ দেওয়া হলো না। অনুশীলন শুরুর আগেই তিনি ছিটকে গেলেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে। কোভিড পজিটিভ হয়ে নিজের বাসায় আইসোলেশনে অভিজ্ঞ এই অলরাউন্ডার।

চট্টগ্রামে সোমবার থেকে দলের অনুশীলন শুরু হলেও বাড়তি ছুটি নিয়ে সাকিব যুক্তরাষ্ট্রে ছিলেন পরিবারের সঙ্গে। মঙ্গলবার দেশে ফেরার পর কোভিড পরীক্ষায় তিনি পজিটিভ হন।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু আগামী রোববার, চট্টগ্রামে।

বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরি জানান, দলে যোগ দেওয়ার আগে নিয়ম অনুযায়ী কোভিড পরীক্ষা করিয়ে দুঃসংবাদ পান সাকিব।

“আজকে সকালে সাকিব আল হাসান দেশে ফিরেছেন। এই সিরিজের কোভিড প্রকোটল অনুযায়ী, দলে যোগ দেওয়ার আগে কোভিড পরীক্ষা করান তিনি। আজ সকালে তার কোভিড টেস্ট করানো হয়, রাতে আমরা রিপোর্ট পাই। কোভিড টেস্টে তার পজিটিভ এসেছে। আপাতত তিনি নিজের বাসায় আইসোলেশনে আছেন।”

বিসিবি পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন, দুটি পরীক্ষাতেই পজিটিভ হন সাকিব।

কোভিড প্রটোকল অনুযায়ী এখন অন্তত ৫ দিন আইসোলেশনে থাকতে হবে সাকিবকে। এরপর আবার কোভিড পরীক্ষার পর বোঝা যাবে, পরের টেস্টে তাকে পাবে কিনা বাংলাদেশ।

চোটের কারণে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ এমনিতেই পাচ্ছে না নিয়মিত একাদশের দুই ক্রিকেটার স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও ফাস্ট বোলার তাসকিন আহমেদকে। এখন সাকিবকেও হারানো দলের জন্য বড় ধাক্কা।

সাকিব সবশেষ টেস্ট খেলেছেন গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে। এরপর নিউ জিল্যান্ড সফর থেকে ব্যক্তিগত কারণে ছুটি নেন তিনি। পরে দক্ষিণ আফ্রিকা সফরেও যাওয়া নিয়ে নাটক হয় অনেক। শেষ পর্যন্ত তিনি সেই সফরে গেলেও ওয়ানডে সিরিজ শেষেই ফিরে আসেন পরিবারের কয়েকজন সদস্য অসুস্থ থাকায়। টেস্ট সিরিজে তাই তাকে আর পায়নি দল। এবার এই টেস্ট থেকেও ছিটকে যাওয়ায় তার ফেরার অপেক্ষা কেবল দীর্ঘতরই হচ্ছে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, এখনও তারা বিকল্প কাউকে দলে যোগ করা নিয়ে আলোচনার সুযোগ পাননি। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলার পর এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা।

হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য - dainik shiksha হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা - dainik shiksha ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক - dainik shiksha সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি - dainik shiksha ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার - dainik shiksha রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.022763013839722