করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মা ও শিশু হাসপাতালে আরও ১০০ শয্যা প্রস্তুত - দৈনিকশিক্ষা

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মা ও শিশু হাসপাতালে আরও ১০০ শয্যা প্রস্তুত

চট্টগ্রাম প্রতিনিধি |

নগরে প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। করোনা রোগীর ভিড় বাড়ছে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে।তাই করোনার দ্বিতীয় ঢেউ সামনে রেখে প্রস্তুতি নিয়েছে আগ্রাবাদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।

বর্তমানে এ হাসপাতালে আইসিইউ, সিসিইউসহ করোনা রোগীদের জন্য ৯১ শয্যার ব্যবস্থা রয়েছে। কোভিড রোগীদের জন্য হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা, সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম, ভেন্টিলেটরসহ চিকিৎসা সুবিধা রয়েছে। কোভিড ইউনিটের জন্য ২ জন কনসালটেন্ট ও ২ জন সহকারী রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্তও অনুমোদন দেওয়া হয়েছে। 

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নতুন হাসপাতাল ভবনের চতুর্থ তলায় কোভিড রোগীদের চিকিৎসাসেবার জন্য আরও ১০০ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। রোগী বাড়লে যেকোনো সময় নতুন ১০০ শয্যা চালু করা যাবে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল করোনা ম্যানেজমেন্ট সেল ও করোনা ট্রিটমেন্ট কমিটির সভায় এসব তথ্য জানানো হয়।

কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও করোনা ম্যানেজমেন্ট সেলের চেয়ারম্যান এসএম মোরশেদ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন করোনা ম্যানেজমেন্ট সেলের কো-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী, সদস্যসচিব মো. রেজাউল করিম আজাদ, যুগ্ম সচিব অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, এসএম কুতুব উদ্দিন, করোনা ম্যানেজমেন্ট সেলের সদস্য ডা. কামরুন নাহার দস্তগীর, মো. জাহিদুল হাসান, মো. হারুন ইউছুপ, এম জাকির হোসেন তালুকদার, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, করোনা ট্রিটমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর (ডা.) শেখ মো. হাছান মামুন, কো-চেয়ারম্যান ডা. অলক নন্দী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী অনুরূপ চৌধুরী, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. একেএম আশরাফুল করিম, উপ-পরিচালক (আইসিএইচ) ডা. আবু সাইদ চৌধুরী, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কামাল হোসেন জুয়েল, সহকারী পরিচালক (মেডিক্যাল অ্যাফেয়ার্স) ডা. ফাহিম হাসান রেজা এবং করোনা ট্রিটমেন্ট কমিটির সদস্যসচিব ও হাসপাতালের অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেফাতুজ্জাহান প্রমুখ।  

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ২২২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫০১টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৬১ জন।

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের - dainik shiksha পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার - dainik shiksha ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে please click here to view dainikshiksha website Execution time: 0.0066580772399902