কলেজ বন্ধ, উদযাপিত হয়নি বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী - দৈনিকশিক্ষা

কলেজ বন্ধ, উদযাপিত হয়নি বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী

রাজশাহী প্রতিনিধি |

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন হয় রাজশাহীর বাগমারার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে। পীরগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজটি বৃহস্পতিবার (১৭ মার্চ) বন্ধ ছিল। বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের প্রতিবাদের মুখে দুপুরে নৈশ প্রহরী জাতীয় পতাকা টাঙিয়ে চলে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা দৈনিক শিক্ষাডটকমকে জানান, সকালে কলেজের ২০-২২জন শিক্ষার্থী জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালনের জন্য আসে। তারা প্রতিষ্ঠান বন্ধ দেখে ফিরে যায়। 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী দৈনিক শিক্ষাডটকমকে জানায়, উপজেলার সকল প্রতিষ্ঠানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অথচ তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কোনো শিক্ষকও আসেননি।

কলেজের শিক্ষক মোস্তাফিজুর রহমান, মুকুল ও জহুরুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, তাদের অনুষ্ঠানের বিষয়ে জানানো হয়নি। গত বুধবার নোটিশ দিয়ে তিনদিনের ছুটি দেওয়া হয়েছে। এজন্য তারা প্রতিষ্ঠানে যাননি। প্রধানের নির্দেশনার বাইরে যাওয়ার সুযোগ নেই। 

স্থানীয় বাসিন্দা ও দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুলাল হোসেন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, প্রতিষ্ঠানটিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা হয়নি। উল্টো প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তিনিসহ দলীয় নেতারা এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলে বেলা সাড়ে ১১টায় শুধুমাত্র একজন নৈশপ্রহরী এসে জাতীয় পতাকা টাঙিয়ে চলে গেছেন।  

তবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রউফ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ‘শুধুমাত্র জাতীয় পতাকা টাঙানো হয়েছে।’ প্রতিষ্ঠান ছুটি দেয়ার কথাও স্বীকার করেন তিনি।

পীরগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সফিয়ান বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠান করা বাধ্যতামূলক। কেন করা হয়নি তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের - dainik shiksha পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার - dainik shiksha ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে please click here to view dainikshiksha website Execution time: 0.003061056137085