কলেজ শিক্ষার্থীদের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি - দৈনিকশিক্ষা

কলেজ শিক্ষার্থীদের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য সুখবর। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে শুরু হচ্ছে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠচক্র (কলেজ কর্মসূচি ৩৭তম ব্যাচ)। শিক্ষার্থীরা যেন মন ও বয়সের উপযোগী সুন্দর, সুখপাঠ্য এবং উন্নত মানসম্পন্ন বইপড়ার মাধ্যমে পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ পায় সে জন্য বিশ্বসাহিত্য কেন্দ্র এই বইপড়া কর্মসূচি পরিচালনা করে। এই কর্মসূচির আওতায় ১২টি বই পড়ানো হয়, পঠিত বইয়ের ওপর নির্দিষ্ট দিন (শুক্রবার সকালে) হয় বিষয়ভিত্তিক আলোচনা। কলেজের একাদশ শ্রেণির (ঢাকা মহানগর) যেকোনো শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবে। রয়েছে বিপুল সংখ্যক পুরস্কারের ব্যবস্থা।

১৮ সপ্তাহের এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের পড়তে হবে ১২টি বই। মজার বিষয় হলো, বই পড়লে পাবে পুরস্কার। সব বই পড়া হয়ে যাওয়ার পর একটি মূল্যায়ন পরীক্ষা হবে। মূল্যায়ন পরীক্ষায় যারা ৬টি বই পড়বে তারা পাবে স্বাগত পুরস্কার। যারা ৮টি বই পড়বে তারা পাবে শুভেচ্ছা পুরস্কার। যারা ১০টি বই পড়বে তারা পাবে অভিনন্দন পুরস্কার। যারা ১২টি বই পড়বে তারা পাবে সেরাপাঠক পুরস্কার। প্রতিটি বই থেকে ২টি করে প্রশ্ন করা হবে। ২টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারলে বইটি পড়েছে বলে ধরা হবে।

নিয়মাবলি

কলেজের আইডি কার্ডের ফটোকপি, ১ কপি পাসপোর্ট ও ১ কপি স্ট্যাম্প সাইজ ছবি দিতে হবে। কর্মসূচিতে অন্তর্ভুক্তি ফি ২০ টাকা (অফেরতযোগ্য) এবং নিরাপত্তা অর্থ ৮০ টাকা (ফেরতযোগ্য) দিতে হবে। বই নিয়ে হারিয়ে ফেললে নিরাপত্তা অর্থ বাজেয়াপ্ত করা হবে এবং পুনরায় নিরাপত্তা অর্থ জমা দিলেই তার কর্মসূচিতে অংশগ্রহণ বলবৎ রাখা হবে। বই ফেরত দেওয়া সাপেক্ষে নিরাপত্তা অর্থ ফেরত দেওয়া হবে। মূল্যায়ন পরীক্ষা গ্রহণের পর তিন মাসের মধ্যে এই নিরাপত্তা অর্থ ফেরত নিতে হবে।

প্রতি সপ্তাহে নির্ধারিত দিনে (শুক্রবার) বিশ্বসাহিত্য কেন্দ্রে এসে একটি বই বাড়িতে নিয়ে যাবে এবং এক সপ্তাহের মধ্যে বইটি পড়া শেষ করে ফেরত দিয়ে অন্য একটি বই নিতে হবে। এভাবে ১২ সপ্তাহে ১২টি বই পড়ে শেষ করতে হবে। 

সবাইকে একটি ৮০ পৃষ্ঠার উদ্ধৃতি খাতা সংগ্রহ করতে হবে। প্রতিটি বই থেকে তাদের ভালোলাগা শ্রেষ্ঠ অন্তত ২০টি বাক্য এই খাতায় লিখতে হবে।

কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণকারী সদস্যদের দেশ-বিদেশের সেরা চলচ্চিত্র উপভোগ এবং বিভিন্ন বিষয়ে বিশিষ্টজনের বক্তৃতা ও আলোচনা শোনার সুযোগ রয়েছে।

যোগাযোগের ঠিকানা

বিশ্বসাহিত্য কেন্দ্র, ১৭ ময়মনসিংহ রোড, বাংলামোটর, ঢাকা-১০০০। ফোন : ৯৬১১২২৮-৯, ০১৬৮২০২৭৫০৮, ০১৭৬১৪৯৬৪৯৭

সদস্য হওয়ার সময় : প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। যোগাযোগের সর্বশেষ তারিখ ২ জুন ২০২৩।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির - dainik shiksha খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা - dainik shiksha শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0033900737762451