কান উৎসবে নিষিদ্ধ রাশিয়া, উদ্বোধনীতে জেলেনস্কির ভাষণ - দৈনিকশিক্ষা

কান উৎসবে নিষিদ্ধ রাশিয়া, উদ্বোধনীতে জেলেনস্কির ভাষণ

দৈনিকশিক্ষা ডেস্ক |

গতকাল  ৭৫ তম কান চলচ্চিত্র উৎসব পর্দা উঠে। বিশ্বের প্রভাশালী এই আসরের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে ভাষণ দেন তিনি। 

শুরু থেকেই  নানান কারণেই এবারের এই উৎসবের রয়েছে বিশেষ গুরুত্ব। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রভাব চোখে পড়ে আয়োজনে।

রাশিয়াকে এ বছর কানে প্রবেশ না দিলেও, কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনের সাবেক এই অভিনেতা বিশ্বজুড়ে সবার সমর্থনের জন্য আবেদন জানিয়েছেন। মঙ্গলবার (১৭ মে) দক্ষিণ ফ্রান্সে কান শহরের পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের এই ঘটনার সাক্ষী হলো। মঞ্চে বড় পর্দায় ভিডিওতে তিনি হাজির হলে সবাই দাঁড়িয়ে সম্মান জানান।

ভাষণে চলচ্চিত্রে যুদ্ধ ও স্বৈরশাসকদের তুলে ধরার বিষয়ে কথা বলেছেন জেলেনস্কি। এক্ষেত্রে ‘দ্য গ্রেট ডিক্টেটর’ ও ‘অ্যাপোক্যালিপস নাউ’র মতো ছবির উদাহরণ টেনেছেন তিনি। ২০১৯ সালে ইউক্রেনের টিভি সিরিজ ‘সার্ভেন্ট অব দ্য পিপল’-এ অভিনয় করে খ্যাতি এসেছে তার কাছে। এর গল্পের মতো বাস্তবেও প্রেসিডেন্ট হয়ে যান তিনি।

সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) অনুষ্ঠানটি শুরু হয়। আজীবন সম্মাননা হিসেবে সম্মানসূচক স্বর্ণপাম পেয়েছেন আমেরিকান অভিনেতা-প্রযোজক ফরেস্ট হুইটেকার। তাকে এই স্বীকৃতি তুলে দেন কান চলচ্চিত্র উৎসবের বিদায়ী সভাপতি পিয়েরে লেসকিউর। এর আগে অনুষ্ঠানে তার অভিনীত ‘বার্ড’ (১৯৮৮), ‘গোস্ট ডগ: দ্য ওয়ে অব দ্য সামুরাই’ (১৯৯৯), ‘দ্য কালার অব মানি’ (১৯৮৬), ‘প্যানিক রুম’সহ (২০০২) বেশ কয়েকটি ছবির অংশবিশেষ দেখানো হয়। এরপর তিনি মঞ্চে হাজির হলে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উপস্থিত সবাই দাঁড়িয়ে অভিবাদন জানায়। গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে আসন সংখ্যা ২ হাজার ৩০০টি।

সবশেষে মঞ্চে আসেন আমেরিকান অভিনেত্রী জুলিয়ান মুর। রাত ৭টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে) তিনি ফরাসি ভাষায় ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।

মাধবীলতা নয়, স্কুলের নাম কচুগাড়ি পুনর্বহালের দাবি - dainik shiksha মাধবীলতা নয়, স্কুলের নাম কচুগাড়ি পুনর্বহালের দাবি খুদে শিক্ষার্থীর হাতে অস্ত্র কেনো! - dainik shiksha খুদে শিক্ষার্থীর হাতে অস্ত্র কেনো! এইচএসসির ফরম পূরণ শুরু আজ - dainik shiksha এইচএসসির ফরম পূরণ শুরু আজ মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারিতে - dainik shiksha মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারিতে মুজিবনগর দিবসে সব স্কুল-কলেজে আলোচনা - dainik shiksha মুজিবনগর দিবসে সব স্কুল-কলেজে আলোচনা মেয়াদোত্তীর্ণ শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি পোড়ানো কেমন প্রতিবাদ! - dainik shiksha মেয়াদোত্তীর্ণ শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি পোড়ানো কেমন প্রতিবাদ! কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.011347055435181