ক্যানসারের কাছে হেরে গেলেন শিক্ষিকা - দৈনিকশিক্ষা

ক্যানসারের কাছে হেরে গেলেন শিক্ষিকা

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: দুই বছর ক্যানসারের সঙ্গে যুদ্ধ করেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি কিন্ডারগার্টেনের শিক্ষক (২৬) ম্যাডি বালোই।  নিজের সেই যুদ্ধের কথা সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে শেয়ার করে পেয়েছেন পরিচিতিও। তবে মৃত্যুর কাছে হার মানতে হলো ম্যাডিকে। গত বুধবার রাতে ক্যানসারে তার মৃত্যু হয়েছে তার। বাগ্‌দত্তাসহ মা ক্যারিসা তালমেগে এবং তার সৎবাবা লাকি তালমেগেকে রেখে গেছেন তিনি। 

পিপল ম্যাগাজিনকে গত ২ মে ম্যাডির মৃত্যুর খবরটি নিশ্চিত করেন রিশার। তিনি বলেন, ‘গত রাতে ম্যাডিসন শান্তিপূর্ণভাবে দেহ ত্যাগ করেছে। সে ছিল খুব স্পেশাল একজন মানুষ। আমি গতকাল ২৭ বছর বয়সী হয়েছি। আমি সারাদিন তার হাত ধরে ছিলাম এবং এটাই আমার দরকার ছিল।’

ফ্লোরিডার টাম্পা এলাকায় বেড়ে ওঠা ম্যাডি ২০২২ শিক্ষ পেটের মধ্যে বেশ কয়েকটি লক্ষণ দেখে চিকিৎসকের শরণাপন্ন হলে জানতে পারেন কোলন (অন্ত্র) ক্যানসারে আক্রান্ত তিনি। তবে তত দিনে ক্যানসার চতুর্থ স্টেজে পৌঁছে গেছে। চিকিৎসকেরা ম্যাডিকে জানিয়ে দেন- তিনি বড়জোর আর পাঁচ বছর বাঁচবেন। 

তবে এমন খবরেও ভেঙে পড়েননি তিনি। চিকিৎসকের সময়সীমা বেঁধে দেওয়ার পর জীবনের কঠিনতম সময়টিতে তিনি টিকটকে একটি অ্যাকাউন্ট খুলেছিলেন। এই অ্যাকাউন্ট থেকেই তিনি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের নানা পর্যায় নথিভুক্ত করতে শুরু করেছিলেন। অল্প কয়েক দিনের মধ্যেই তার ভিডিও দেখার জন্য লাখ লাখ মানুষ তাকে অনুসরণ করতে শুরু করে। 

টিকটকে তার সবচেয়ে জনপ্রিয় ভিডিওগুলির মধ্যে একটিতে ম্যাডি  তার ২০ টি ইচ্ছাপূরণের তালিকার কথা বলেন, যার মধ্যে ১৯ টির কথা তিনি অনুসারীদের কাছে প্রকাশ করেছিলেন। ইচ্ছাগুলোর মধ্যে দাদীর সঙ্গে শরীরে একটি ট্যাটু করা থেকে শুরু করে একটি পডকাস্টে অংশ নেওয়া এবং সেলিব্রেটি শেফ গর্ডন রামসের সঙ্গে দেখা করার মতো বিষয়গুলোও অন্তর্ভুক্ত ছিল। 

টিকটকে এসব ইচ্ছা প্রকাশের পর ম্যাডির বেশির ভাগ ইচ্ছাই পূর্ণ হয়েছিল। ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত নিজের হেলস কিচেন রেস্তোরাঁগুলোর একটিতে ম্যাডিকে রাতের খাবারের জন্য নিয়ে গিয়েছিলেন শেফ গর্ডন রামসে। শুধু তা-ই নয়, রামসের কাছ থেকে লাকি ক্যাট নামে নতুন একটি রেস্তোরাঁর অংশীদার হওয়ারও প্রস্তাব পেয়েছিলেন ম্যাডি।

টিকটক অ্যাকাউন্টে ম্যাডির শেষ ভিডিওটি ছিল গত মার্চে। সে সময় তিনি জাপান থেকে ভিডিওটি শেয়ার বলেছিলেন এবং ওই ভিডিওতে তিনি তাঁর শরীরের টিউমারগুলোর বর্ণনা দিয়েছিলেন। ভিডিওতে ম্যাডি বলেছিলেন, ‘হাই, আমার নাম ম্যাডিসন এবং আমার স্টেজ ফোর টার্মিনাল ক্যানসার আছে। আমি এক বছর গোসল করিনি।’ 

তিনি আরও বলেন, ‘আমার ক্যানসার আমার বড় অন্ত্রে, আমার ছোট অন্ত্রে, আমার জরায়ু, আমার ডিম্বাশয়- মূলত আমার শরীরের নিচের অর্ধেক ক্যানসারে পূর্ণ। সেই কারণে আমাকে জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে।’ 

সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান - dainik shiksha সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! - dainik shiksha শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! শিক্ষককে পিটিয়ে হ*ত্যা, চাচাতো ভাইসহ গ্রেফতার ৩ - dainik shiksha শিক্ষককে পিটিয়ে হ*ত্যা, চাচাতো ভাইসহ গ্রেফতার ৩ কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষক কেনো বদলি চান - dainik shiksha শিক্ষক কেনো বদলি চান ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে - dainik shiksha ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে please click here to view dainikshiksha website Execution time: 0.0056509971618652