ক্লাসরুমে বসা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় আহত ৫ - দৈনিকশিক্ষা

ক্লাসরুমে বসা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় আহত ৫

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

ক্লাসে বেঞ্চে বসা নিয়ে দ্বন্দ্বের জেরে রাজধানীর তুরাগে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তুরাগ থানাধীন দিয়াবাড়ী মেট্রোরেলের প্রধান ডিপো চত্বরে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন ম ম পৃথ্বী (২৩) ও ম ম রাজ্য (১৭) এবং পৃথ্বীর বন্ধু আহনাফ (২৩), আশিক (২৪) ও জাওয়াদ (২১)। 

প্রতিপক্ষের হামলার ঘটনায় প্রাথমিক চিকিৎসা শেষে ম ম পৃথ্বী বাদী হয়ে রাতে তুরাগ থানায় একটি অভিযোগ দিয়েছেন।

 

অভিযোগকারী ম ম পৃথ্বী ও তার ভাই ম ম রাজ্য বরিশাল সদরের জব্বার মিয়া লেনের বাসিন্দা অভিনেতা ম ম মোর্শেদ ও ফরিদা ইয়াসমিন দম্পতির ছেলে। বর্তমানে তুরাগ থানাধীন ১৮ নম্বর সেক্টরের সন্ধ্যা মালতি ভবনের বাসিন্দা। 

ম ম পৃথ্বী বলেন, ‘আমার ছোট ভাই রাজ্য তুরাগ থানাধীন মাইলস্টোন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। মঙ্গলবার সকাল ১০টায় শ্রেণিকক্ষের বেঞ্চে বসা নিয়ে রাজ্যের সঙ্গে তারই সহপাঠী সিয়াম ও জিসুমের কথা-কাটাকাটি হয়। পরে তারা কলেজের বাইরে মারধর করবে বলে হুমকি দেয়।’ 

তিনি বলেন, ‘বিষয়টি আমার ছোট ভাই আমাকে ফোন করে জানায়। সেই সঙ্গে তাকে ক্লাস শেষে নিয়ে আসার জন্য অনুরোধ করে। পরে দুপুর ১টার দিকে ছোট ভাই রাজ্যকে নিয়ে আসার জন্য আমি ও আমার বন্ধু আহনাফ, আশিক, জাওয়াদ মেট্রোরেলের প্রধান ডিপো চত্বরে যাই। পরে দুপুর ২টার দিকে ছোট ভাই রাজ্য ক্লাস শেষে বের হয়ে ডিপো চত্বরে আসে। তখন সিয়াম, জিসুমসহ তাদের সঙ্গে আরও কয়েকজন সহপাঠী রায়দুর আব্বার, আপন, আলতামাস, হাশেম আমার ছোট ভাইয়ের সঙ্গে তর্কাতর্কি শুরু করে। তখন আমি তাদের বোঝানোর চেষ্টা করি। একপর্যায়ে সৈকত রায়হান (২৮), ইমন (২০), সাগর (২২), রুফাইদসহ (২৪) অজ্ঞাতনামা ২০-৩০ জন আমাদের ওপর বাঁশ, রড, ইট, পাথর দিয়ে হামলা করে। 

‘তাদের হামলায় আমি ও আমার ছোট ভাই রাজ্য এবং বন্ধু আহনাফ, আশিক, জাওয়াদ আহত হই। হামলাকারীরা আমার বন্ধু আহনাফের মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-২৯-৯২৬৫) ভাঙচুর করে। হামলাকারীদের আঘাতে আমরা চিৎকার করলে আশপাশের লোকজন এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তুরাগ থানায় একটি অভিযোগ করেছি।’ 

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুদ হাওলাদার বলেন, ‘এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।’ 

প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ - dainik shiksha প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার - dainik shiksha তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি নতুন শিক্ষাক্রম ও কিছু কথা - dainik shiksha নতুন শিক্ষাক্রম ও কিছু কথা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার - dainik shiksha স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য - dainik shiksha শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন - dainik shiksha নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন please click here to view dainikshiksha website Execution time: 0.00341796875