গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু - দৈনিকশিক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

নিজস্ব প্রতিবেদক |
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। 
 
আগামী শনিবার (৯ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
 
জানা যায়, কোনো ভর্তিচ্ছু নিতান্ত প্রয়োজনে ছবি পরিবর্তন করতে চাইলে গুচ্ছভুক্ত যেকোনো বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করতে হবে। আগামী ৯ ও ১০ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিচে উল্লেখ করা কাগজপত্রসহ আবেদন করতে হবে।
 
►ছবি পরিবর্তনের আবেদন
► এইচএসসি/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের কপি
►গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদনের প্রবেশপত্রের কপি
►৩০০x৩০০ পিক্সেল সাইজের রঙিন ছবি (সফটকপি)
 
মানবণ্টন
 
গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। মানবিক বিভাগের ক্ষেত্রে বাংলায় ৪০, ইংরেজিতে ৩৫ ও আইসিটিতে ২৫ নম্বরের প্রশ্ন থাকবে।
 
বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে বাংলায় ১০, ইংরেজিতে ১০, রসায়ন ২০, পদার্থবিজ্ঞান ২০ নম্বর থাকবে। বাকি ৪০ নম্বরের পরীক্ষা হবে আইসিটি বিষয়ে।
 
ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য হিসাববিজ্ঞান ২৫, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২৫, বাংলা ১৩, ইংরেজিতে ১২, আইসিটিতে ২৫ নম্বর থাকবে।
 
বিভাগ পরিবর্তন
 
বিভাগ পরিবর্তন বা ঘ ইউনিটের জন্য আলাদাভাবে কোনো পরীক্ষা নেওয়া হবে না। একজন শিক্ষার্থী কেবল একটি পরীক্ষায়ই অংশগ্রহণ করতে করবে। বিভাগ পরিবর্তন করতে চাইলে ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয় প্রদত্ত নিয়মানুসারে মাইগ্রেশন করে অন্য বিষয়ে ভর্তি হতে পারবে।
 
ভর্তির ক্ষেত্রে
 
এমসিকিউ ১০০ নম্বরের পর ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয় এসএসসি, এইচএসসিতে প্রাপ্ত জিপিএ’র ভিত্তিতে প্রত্যেক বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা শর্তে ভর্তির সুযোগ দেবে। এক্ষেত্রে একেক বিশ্ববিদ্যালয়ের শর্ত একেক ধরনের হতে পারে।
 
জানা গেছে, ২০১৯ ও ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা পাস করেছেন, তারা সবাই আবেদনের সুযোগ পেয়েছেন। তারা পরীক্ষাও দিতে পারছে। তবে ফার্স্ট টাইম ও সেকেন্ড টাইম নির্ধারণ করে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেবে স্ব স্ব বিশ্ববিদ্যালয়। এক্ষেত্রে নিজস্ব শর্ত প্রয়োগ করা হবে।
 
নেগেটিভ মার্কিং
 
গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম-আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, প্রচলিত নিয়মেই গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের নিয়মে তেমন পরিবর্তন আসছে না। পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা স্মার্ট বাংলাদেশ নির্মাণ ও ‘বিশ্ব বই দিবস’ - dainik shiksha স্মার্ট বাংলাদেশ নির্মাণ ও ‘বিশ্ব বই দিবস’ শিক্ষার মান পতনে ডক্টরেট লেখা বন্ধ জার্মান পাসপোর্টে - dainik shiksha শিক্ষার মান পতনে ডক্টরেট লেখা বন্ধ জার্মান পাসপোর্টে please click here to view dainikshiksha website Execution time: 0.0044360160827637