চট্টগ্রামে বইমেলায় বাংলা একাডেমির স্টল নেই, পাঠকদের ক্ষোভ - দৈনিকশিক্ষা

চট্টগ্রামে বইমেলায় বাংলা একাডেমির স্টল নেই, পাঠকদের ক্ষোভ

চট্টগ্রাম প্রতিনিধি |

চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে চলছে একুশে বইমেলা। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। বইমেলায় বাংলা একাডেমি, শিশু একাডেমি ও ইসলামিক ফাউন্ডেশনের কোনো স্টল না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন পাঠক-লেখকের অনেকে। 

এ প্রসঙ্গে আয়োজকরা জানান, ওই তিন প্রতিষ্ঠানকে মেলায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছিলেন তারা। কিন্তু প্রস্তুতি না থাকায় এবার অংশ না নিলেও আগামীবার অংশ নেওয়ার কথা জানিয়েছে।

চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়াম মাঠে একুশে বইমেলা। ছবি সংগৃহীত

অমর একুশে বইমেলায় নীতিমালা লঙ্ঘন করার অপরাধে সাত প্রকাশনা প্রতিষ্ঠানকে নোটিশ দিয়ে সতর্ক করেছে আয়োজক কমিটি। প্রতিষ্ঠানগুলো হল-সমর্পণ, ৭১ প্রকাশন, বঙ্গজ, চিল্ড্রেন প্রকাশন, মহাকাল, শামীম প্রকাশন ও কালিকলম। 

আয়োজক কমিটির যুগ্ম সদস্য সচিব জামাল উদ্দিন বলেন, ‘নীতিমালার ১৩ নম্বর ধারায় বলা হয়েছে, মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান কেবল নিজেদের প্রকাশিত ও পরিবেশিত বই বিক্রি করবে। এ ছাড়া ৩৩ ও ৩৪ ধারায় বলা হয়েছে, অশ্লীল রুচিগর্হিত ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন বা বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও সামাজিক মূল্যবোধ পরিপন্থী কোনো বই, পত্রিকা, ক্যাসেট, সিডি ও পোস্টার প্রদর্শন বা বিক্রি করা যাবে না। ওই সাত প্রকাশনা সংস্থা এসব নীতিমালা লঙ্ঘন করায় সতর্ক করে দেওয়া হয়েছে।’

গুইমারায় সেনাবাহিনীর বইমেলা শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি জানান : সেনাবাহিনীর উদ্যোগে তিন দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে গুইমারা উচ্চ বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন ও উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বইমেলা উদ্বোধন করেন গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান। 

অনুষ্ঠানে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল কাজী মোহাম্মদ কাউসার জাহান, রিজিয়ন জিটু আই মেজর মো. মঈনুল আলম, সাবজোন অধিনায়ক মেজর জুনায়েত বিন কবির, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উশেপ্রু মারমা, উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ - dainik shiksha আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী - dainik shiksha আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0034728050231934