চবিতে শিক্ষার্থীদের সাথে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের সং*ঘর্ষ দৈনিক শিক্ষা

চবিতে শিক্ষার্থীদের সাথে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের সং*ঘর্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণ শিক্ষার্থীদের সাথে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। সোমবার (২১ অক্টোবর) ভোর থেকেই দফায়-দফায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণ শিক্ষার্থীদের সাথে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। সোমবার (২১ অক্টোবর) ভোর থেকেই দফায়-দফায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের দাবি, মধ্যরাত থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইটের সামনে থাকা একটি দোকানের দখল নিতে আসে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা। পরে, দেশীয় অস্ত্র নিয়ে মোহড়াও দেয় তারা। শিক্ষার্থীরা প্রতিবাদ করতে গেলে তাদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এরই জেরে দু’পক্ষের মধ্যে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।  

এ সময়, আহত হয় কয়েকজন শিক্ষার্থী। ভাঙচুর চালানো হয় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকার বেশ কয়েকটি দোকানেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছে আইনশৃঙ্খলা বাহিনী।