চাঁদা দাবির অভিযোগে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩ - দৈনিকশিক্ষা

চাঁদা দাবির অভিযোগে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩

দৈনিক শিক্ষাডটকম, রংপুর |

দৈনিক শিক্ষাডটকম, রংপুর : রংপুরে কলেজ শিক্ষার্থীকে অপহরণের পর চাঁদা দাবির অভিযোগে ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার সকালে কুরুরুল এলাকা থেকে গ্রেফতারের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী। 

পুলিশ বলছে, জনি কুমার রায় নামের রংপুর সরকারি কলেজের এক শিক্ষার্থীকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাদের। 

গ্রেফতার ব্যক্তিরা হলো— রংপুর মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান প্রিতম, রেজাউল করিম বিটু ও রংপুর পলিটেকনিক্যাল কলেজের সাবেক আইটির সভাপতি জাহেদুল আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকার নির্মল চন্দ্র রায়ের ছেলে জনি কুমার রায়। সে রংপুর সরকারি কলেজে অনার্সের শিক্ষার্থী। রংপুর নগরীর কামালকাছনা এলাকায় থেকে পড়াশুনা করত জনি। গত বৃহস্পতিবার রাতে তাকে তুলে নিয়ে গিয়ে চাঁদা দাবি করা হয়। পরে বিষয়টি ৯৯৯ ফোন করে জানানো হলে পুলিশ এসে জনিকে উদ্ধার করে। 

এদিকে, রংপুর মহানগর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার দুই মাসের মধ্যে সাংগঠনিক সম্পাদকের এমন কর্মকাণ্ডে অসন্তোষ দেখা দিয়েছে ছাত্রলীগে। বিষয়টিতে মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিব্রত।

রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি শাহজানুর ইসলাম সৌরভ বলেন, ‘দলীয় শৃঙ্খলাবিরোধী কাজ করলে সেই নেতা বা কর্মীকে ছাড় দেওয়া হবে না।’

আর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন বাবু বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। বিষয়টির সত্যতা তদন্ত করছি। সত্যতা পাওয়া গেলে অবশ্যই দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কারো ছাড় নেই।’

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী জানান, এ বিষয়ে ভুক্তভোগী মামলা করেছে। তবে তিনজন ছাত্রলীগের নেতা বলে জানা গেছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0033230781555176