ছাত্রলীগ নেতার কবজি কেটে ফেলার ঘটনায় আরেক নেতা বহিষ্কার, গ্রেফতার তিন - দৈনিকশিক্ষা

ছাত্রলীগ নেতার কবজি কেটে ফেলার ঘটনায় আরেক নেতা বহিষ্কার, গ্রেফতার তিন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি |

পটুয়াখালী কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলামকে কুপিয়ে জখম করে ডান হাতের কবজি কেটে ফেলার ঘটনায় মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ভোর রাতে পুলিশের পৃথক দুটি দল মিঠাগঞ্জ ও নাচনাপাড়া গ্রামে অভিযান চালিয়ে খলিল, নোমান ও নয়ন বয়াতীকে গ্রেফতার করে।

এর আগে আহত রাকিবুলের মা রাহিমা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলামকে প্রধান আসামী করে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আট জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন।  

কলাপাড়ার সন্ত্রাসের ক্রাইম জোন হিসেবে বর্তমানে পরিচিত মিঠাগঞ্জ ইউনিয়ন। ইউনিয়ন ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এলাকার খাল, স্লুইজ দখলসহ বিভিন্ন কাজের বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে একাধিকবার ধাওয়া পাল্টা ধাওয়া ও সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। 

২০১৯ খ্রিষ্টাব্দের ছাত্রলীগের রাকিবুল গ্রুপের সদস্যরা রায়হানকে কুপিয়ে জখম করে তার হাতের রগ কর্তন করে। এ বছরের জুন মাসে কাটাখালী খালের স্লুইজ নিয়ন্ত্রণ নিয়ে বয়াতী ও হাওলাদার গ্রুপের মধ্যে দুই দফা সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। এ ঘটনায়ও মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের দুই গ্রুপের সশস্ত্র ক্যাডাররা জড়িত ছিলো। এ নিয়ে থানায় মামলা হয়েছে একাধিক। সর্বশেষ গত বুধবার (২৮ জুলাই) রাতে রাকিবুলের কবজি কেটে ফেলে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম ও তার ভাই রায়হানের নেতৃত্বে সশস্ত্র যুবকরা। এলাকায় আধিপত্য ও দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে এলাকার মানুষ জানান। 

বহিষ্কৃত তরিকুল ইসলাম। ছবি : কলাপাড়া প্রতিনিধি

স্থানীয়রা জানান, বয়সে ১৫ থেকে ২৫ বছরের দুই গ্রুপের  কিশোর-যুবারা সামান্য বিরোধ হলেই রামদা,বগি, ছেনা,চাপাতি ও রড নিয়ে বের হয়। তারা মাদকেও জড়িয়ে পড়ছে বলে এলাকার মানুষ ভয়ে তটস্থ্য থাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালিয়াতলী থেকে তেগাছিয়া পর্যন্ত এদের দৌরাত্ব চলে।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার বলেন, মিঠাগঞ্জে ছাত্রলীগের বিবাদমান গ্রুপের সন্ত্রাসী কর্মকাণ্ডে তারাও বিব্রত। এর আগেও একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

উপজেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল হক জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কার করা হয়।

কলাপাড়া থানার উপপরিদর্শক মো. আসাদুর রহমান জানান, রাকিবুলের হাতের কবজি কেটে ফেলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। মামলার অন্য অসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান।

প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ - dainik shiksha প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার - dainik shiksha তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি নতুন শিক্ষাক্রম ও কিছু কথা - dainik shiksha নতুন শিক্ষাক্রম ও কিছু কথা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার - dainik shiksha স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য - dainik shiksha শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন - dainik shiksha নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন please click here to view dainikshiksha website Execution time: 0.0036630630493164