ছাত্রীদের পতিতবৃত্তিতে নিয়োজিত করতো অপহরণকারীরা! - দৈনিকশিক্ষা

ছাত্রীদের পতিতবৃত্তিতে নিয়োজিত করতো অপহরণকারীরা!

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি |

১৩ বছর বয়সী সেই ছাত্রী পড়াশুনা করতেন টাংগাইল জেলার ঘাটাইল থানাধীন একটি প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণিতে। পরিবারের সাথে থেকে বেশ ভালোভাবে চলছিলো পড়াশুনা। এরমধ্যে গত ৩১ জুলাই তাদের এলাকার সাদিয়া আক্তার রুনা নামে এক নারী তাকে মুঠোফোনে জানায় চট্টগ্রামে ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে, আরও দুই ছাত্রী পড়াশোনা করে, তুমি আসলে ভাল পড়াশোনা করতে পারবে। এমন প্রলোভনে ফেলে ওই ছাত্রীকে চট্টগ্রামে এনে পতিতবৃত্তিতে নিয়োজিত করার পরিকল্পনা করেছিলো অপহরণকারীরা।

এমন ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদ ছোটপুল এলাকায়। গতকাল শনিবার বিকেলে এ ঘটনার সাথে জড়িত অপহরণ দলের সদস্য রুনাসহ দুইজনকে ওই এলাকা থেকে আটক এবং ওই ছাত্রীকে উদ্ধার করে র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা। 

গ্রেফতারকৃতরা হলেন, টাংগাইল জেলার ঘাটাইল থানার দক্ষিণ পাড়া গ্রামের ধলা মিয়ার কন্যা সাদিয়া আক্তার রুনা (১৯) ও লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার উত্তর চর মার্টিন গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মো. ফরিদ (২৮)। গ্রেফতারকৃত ফরিদ আর রুনা ছোটপুল এলাকার একটি টিনসেড ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস থাকত। 

রোববার দুপুরে ওই দুই অপহরণকারীকে আটকের বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করে ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুর রহমান। তিনি জানান, গ্রেফতারকৃতরা মানবপাচার চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্নভাবে সহজ সরল নারী ও শিশুদের কাজ দেয়ার নাম করে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে অসৎ উদ্দেশ্যে, অর্থ উর্পাজনের জন্য পতিতাবৃত্তিতে নিয়োজিত করতো।

তিরি আরও জানান, মানবপাচারকারী রুনার প্রলোভনে গত ১ আগস্ট সকালে ওই ছাত্রী পরিবারের কাউকে কিছু না বলে বাড়ি হতে বের হয়ে ঘাটাইল হতে চট্টগ্রামের হালিশহর চলে আসে। এ সময় রুনার কথামতো মো. ফরিদের সাথে সিএনজি করে হালিশহর থানাধীন একটি টিনসেড ভাড়াঘরে আসে। তখন ওই ছাত্রী রুনা ভাড়াঘরে ঘরে অন্য কোন মেয়েকে দেখতে না পেয়ে জিজ্ঞাসা করলে ফরিদ বিভিন্ন প্রকার তালবাহানা ও এলোমেলো কথাবার্তা বলতে থাকে। পরে সে বাড়ি ফিরে যেতে চাইলে রুনা নিষেধ করে এবং তার টাকা-পয়সা নিয়ে নেয়। এরমধ্যে রাত ১টার দিকে ফরিদ ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করলে সে বটি দিয়ে ধাওয়া করলে ফরিদ পালিয়ে যায়।  

এদিকে, ওই ছাত্রীকে কোথাও খুঁজে না পেয়ে তার পরিবারের সদস্যরা টাঙ্গাইল জেলার ঘাটাইল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করে। পরবর্তীতে বিভিন্নভাবে তাদের মেয়ের সন্ধান করতে করতে জানতে পারেন যে, তাকে চট্টগ্রাম শহরে কিছু অপরাধী আটকে রেখেছে। বিষয়টি র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা অবগত হয়ে নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদ ছোটপুল এলাকায় থেকে অপহরণকারীদের আটক করে বলে জানায় র‌্যাব।

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের - dainik shiksha পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার - dainik shiksha ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে please click here to view dainikshiksha website Execution time: 0.0052688121795654