ছাত্রের হাতে খুন হন সেই প্রধান শিক্ষক - দৈনিকশিক্ষা

ছাত্রের হাতে খুন হন সেই প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক |

ছাত্রের হাতে খুন হয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মায়া রাণী ঘোষ (৭০)। নিহত শিক্ষকের বাড়িতে ঢুকে মিলন শেখ (২৪) হত্যাকাণ্ড সংঘটিত করেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মিলনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ সেপ্টম্বর) বিকেল সাড়ে চার দিকে নগরীর বোয়ালিয়া থানায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানায় পুলিশ।
  
গ্রেফতারকৃত মিলন শেখ নগরের বড়কুঠি এলাকার মৃত কালু শেখের ছেলে। তিনি পেশায় রঙমিস্ত্রী। আসামি মৃত মায়া রাণীর ছাত্র ছিলেন। সেই সুবাদে প্রায় বাসায় আসা ছিল মিলনের।


পুলিশ জানায়, মঙ্গলবার (২১ সেপ্টম্বর) দিবাগত রাতে কুমারপাড়া মুন্নুজান স্কুলের সামনে থেকে আসামি মিলন শেখকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যমতে নিহত মায়া রাণীর ব্যবহৃত স্বর্ণালংকার ও তার ব্যবহৃত মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

নিহত মায়া রাণীর ছোট ভাই দেবাশিষ ঘোষ দৈনিক শিক্ষাডটকমকে জানান, মায়া রাণীর ঘোষ তার বাসায় একা থাকতেন। সেই সুবাদে আসামি হত্যা করে তার হাতে, কানে ও গলায় থাকা স্বর্ণালংকার ও তার ব্যবহৃত মোবাইল ফোন সেট চুরি করে নিয়ে যায়।
 
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মন দৈনিক শিক্ষাডটকমকে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. গোলাম মোস্তফা সাইবার ক্রাইম ইউনিটের তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্য ব্যবহার করে আসামিকে গ্রেফতার করেন। 

ছবি : সংগ্রহীত

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরও জানায়, আসামি বাসা ভাড়া নেওয়ার মিডিয়া হিসেবে কাজ করার কৌশলে নিহত মায়া রাণীর বাড়িতে যান। এর পরে তার হাতে, কানে ও গলায়থাকা স্বর্ণালংকার চুরি করে এবং পরিচয় গোপন রাখার জন্যই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহী মুন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে যাওয়া প্রধান শিক্ষক মায়া রাণী ঘোষ খুন হন। গতকাল মঙ্গলবার দুপুরে ঘোষপাড়ার নিজ বাড়ি থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের - dainik shiksha পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার - dainik shiksha ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে please click here to view dainikshiksha website Execution time: 0.0035569667816162