জমির খোঁজ চলছে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য - দৈনিকশিক্ষা

জমির খোঁজ চলছে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য

খুলনা প্রতিনিধি |

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রথম পর্যায়ে জমি দেখা হয়েছিল রূপসা সেতুর বাইপাস সড়কের পাশে। কিন্তু প্রকল্প ব্যয় কমাতে কম দামে ১০০ একর জমি পেতে সরকারি খাস জমি লাগোয়া জমি খোঁজা হচ্ছে। নগরীর লবণচরা থানার পাশে জমি দেখা হয়েছে। সব কিছু চূড়ান্ত হবে নতুন উপাচার্য নিয়োগের পর।

এদিকে খুলনায় দেশের পঞ্চম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে 'শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়'। গত ১৩ জুলাই মন্ত্রিসভায় 'শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, খুলনা-২০২০'-এর খসড়ার অনুমোদন দেয়া হয়েছে। এখন এই আইন সংসদের আগামী অধিবেশনে উঠবে। সংসদে আইন পাস এবং দাপ্তরিক প্রক্রিয়া শেষ করেই উপাচার্য নিয়োগ দেয়া হবে।

খুলনায় পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আন্দোলন করে আসছে খুলনার মানুষ। ২০১৮ সালে প্রধানমন্ত্রীর খুলনা সফরের আগে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দাবি জানানো হয়।

জানা গেছে, খুলনায় একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরে গত বছর প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দেন জেলা প্রশাসক হেলাল হোসেন। পরে জেলা প্রশাসক সম্মেলনেও এর যৌক্তিকতা তুলে ধরেন। যার পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর এ বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।

জেলা প্রশাসক বলেন, 'সংসদে আইন পাসের পর দাপ্তরিক প্রক্রিয়া শেষ করে বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্য নিয়োগ করা হবে। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের জন্য প্রকল্প তৈরি করবেন এবং জমি চূড়ান্ত করে অধিগ্রহণের জন্য চিঠি দেবেন। আমরা জমি অধিগ্রহণ করে দেব।' তিনি বলেন, জমি অধিগ্রহণ ব্যয় কমাতে খাস জমি-সংলগ্ন জমি খোঁজা হচ্ছে। এতে দ্রুত কাজ শুরু করা সহজ হবে।

জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ - dainik shiksha পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা - dainik shiksha হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে - dainik shiksha সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা please click here to view dainikshiksha website Execution time: 0.009660005569458