জাল সনদধারী শিক্ষকের বিরুদ্ধে ৩ মাসেও মামলা হয়নি - দৈনিকশিক্ষা

জাল সনদধারী শিক্ষকের বিরুদ্ধে ৩ মাসেও মামলা হয়নি

ঠাকুরগাঁও প্রতিনিধি |

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ডিগ্রি কলেজের এইচএসসি (বিএম) ব্যবসায় শিক্ষা বিভাগের এক প্রভাষক শিক্ষক নিবন্ধনের জাল সার্টিফিকেট দিয়ে চাকরি করছেন। জাল সনদধারী শিক্ষক আতিকুর রহমানের বিরুদ্ধে থানায় মামলা করার নির্দেশনা দেয়া হয়েছিল তিন মাস আগে। কিন্তু এখনো জাল সনদধারী শিক্ষকের বিরুদ্ধে মামলা করেনি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

 

জানা যায়, ২০০৯ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত ৫ম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নিজেকে উত্তীর্ণ দেখিয়ে ২০১২ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে কলেজের ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের ইংরেজি প্রভাষক পদে নিয়োগ পান আতিকুর রহমান। জাল সনদে চাকরির অভিযোগ উঠলে তার সনদটি যাচাই করতে এনটিআরসিএতে পাঠান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। 

গত ২৯ সেপ্টেম্বর যাচাই প্রতিবেদন দেয় এনটিআরসিএ। এনটিআরসিএর সহকারী পরিচালক তাজুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, আতিকুর রহমানের সনদটি সঠিক নয়, সনদটি জাল ও ভুয়া রোল নম্বরটি অন্য ব্যক্তির। সনদের প্রকৃত মালিকের নাম মো: মিজানুর রহমান। তাই জাল সনদধারী শিক্ষক  আতিকুর রহমানের বিরুদ্ধে থানায় মামলা করার নির্দেশ দেয় এনটিআরসিএ।

অন্য ব্যক্তির সনদ পত্র জালিয়াতি করে চাকরিতে যোগদান করায় কলেজ অধ্যক্ষ ৭ দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে আতিকুর রহমানকে নোটিশ দিয়েছিলেন। তার কোনো সদত্তর না পেয়ে কলেজ কমিটি তাকে সাময়িক বরখাস্ত করেন। 

শিক্ষক নিবন্ধন সনদ জালিয়াতি করে চাকরি নেয়ায় আতিকুর রহমানের বিরুদ্ধে মামলা করার জন্য বলা হলেও কলেজ কর্তৃপক্ষ এখন পর্যন্ত অভিযুক্ত থানায় কোন অভিযোগ দায়ের করেননি।
 
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আতিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক শিক্ষাডটকমের সাথে কথা বলতে রাজী হননি। 

রুহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ দৈনিক শিক্ষাডটকমকে জানান, এনটিআরসিএর চিঠি পেয়েছি। ব্যক্তির দায় অধ্যক্ষ কিংবা প্রতিষ্ঠান বহন করবে না।
 
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, যেহেতু বিষয়টি রুহিয়া থানার সেক্ষেত্রে আমার কিছুই করার নেই। 

রুহিয়া থানার ওসি চিত্ররঞ্জন কুমার রায় দৈনিক শিক্ষাডটকমকে জানান, আমি এ ব্যাপারে কিছুই জানি না। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব (লিংক যাবে) করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের - dainik shiksha পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার - dainik shiksha ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে please click here to view dainikshiksha website Execution time: 0.0031559467315674