জুতা পায়ে শহীদ মিনারে শিক্ষক নেতারা! - দৈনিকশিক্ষা

জুতা পায়ে শহীদ মিনারে শিক্ষক নেতারা!

শরীয়তপুর প্রতিনিধি |

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধনে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জুতাসহ উঠেছেন শিক্ষক নেতারা। শহীদ মিনারে শিক্ষকদের জুতা পরা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার সকাল ১১টায় বাংলাদেশ শিক্ষক সমিতি শরীয়তপুর জেলার মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচিতে এ চিত্র দেখা যায়।

ছবিতে দেখা যায়, শিক্ষক নেতারা মানববন্ধনে জুতাসহ শহীদ মিনারে দাঁড়িয়ে আছেন। ছবিগুলো মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  

ছবি : সংগৃহীত

জেলার বিশিষ্টজনেরা ঘটনাটি দুঃখজনক উল্লেখ্য করে বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর, আর সেই শিক্ষকদের নেতারা যদি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের রক্তে কেনা শহীদ মিনারকে শ্রদ্ধা করতে না জানেন, তাহলে নতুন প্রজন্ম কী শিখবে? আমরা শুধু নতুন প্রজন্মকেই একতরফা দোষারোপ করি। শিক্ষকদের দ্বারা এমন ঘটনা অপ্রত্যাশিত।

শহীদ মিনারে জুতাসহ শিক্ষক নেতাদের ছবি ফেসবুকে পোস্ট করায় পোস্টকারী রায়হানকে কমেন্টে ও মুঠোফোনে ফোন করে বিভিন্নজন হুমকি দিয়েছে। একপর্যায়ে শিক্ষকের সন্তান পরিচয়ে এক যুবক ২০ থেকে ২৫ জন লোক নিয়ে এসে রায়হানের কাছ থেকে মুঠোফোন কেড়ে নেয়। পরে ওই পোস্ট ডিলেট করে দিয়ে তাকে হুমকি দিয়ে চলে যায় তারা।

শরীয়তপুর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার কামাল বলেন, যারা শহীদ বেদিতে জুতা পায়ে উঠেছে, তারা কাজটি ঠিক করেননি। এটা খুবই দুঃখজনক।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. এমারত হোসেন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক, যাদের কারণে আমরা বাংলা ভাষা পেয়েছি, তাদের যদি সম্মান দিতে না পারি তাহলে জাতি আমাদের থেকে কী শিখবে? আমি খবর নিচ্ছি।

শরীয়তপুরের ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা জালাল আহমেদ বলেন, এ কেমন কথা! শিক্ষকরা কেন জুতাসহ শহীদ বেদিতে উঠবেন? এটা অন্যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের নিকট মুঠোফোনে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, আমি বিষয়টি এখনও জানি না।

ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0034370422363281