জুবায়ের আদনানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ - দৈনিকশিক্ষা

জুবায়ের আদনানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |

প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া, মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্নের অভিযোগে দৈনিক আমাদের বার্তা থেকে চাকুরিচ্যুত জুবায়ের আদনানের বিরুদ্ধে লাগামহীন চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছে। গত মার্চ মাসে আমাদের বার্তায় স্টাফ রিপোর্টার পদে সাময়িক ভিত্তিতে যোগ দেয়ার মাস খানেকের মধ্যেই তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। ওই অভিযোগের সত্যতা পাওয়ায় এবং শিক্ষকদের সঙ্গে প্রতারণা করায় তাকে তৎক্ষণাৎ বরখাস্ত করা হয়।

আমাদের বার্তা থেকে চাকুরিচ্যুত জুবায়ের আদনান গফরগাঁও এর একটি স্কুলে চাঁদাবাজির করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। চাঁদাবাজির মামলায় তিনসঙ্গীসহ কারাগারে পাঠানো হয় তাকে। 

সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে ফের চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে জুবায়ের আদনান। একাধিক শিক্ষা বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তাকে ফোন করে দৈনিক শিক্ষাডটকমের নামে চাঁদা দাবি করে। এমপিওসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অনুমোদন পাইয়ে দেয়ার কথা বলে কয়েকজন শিক্ষকের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। বেশ কয়েকজন ভুক্তভোগী তার বিষয়ে আমাদের বার্তা ও দৈনিক শিক্ষাডটকমের কাছে নালিশ করেছে। একাধিক শিক্ষকের কাছ থেকে ফোন করে জুবায়ের আদনানের টাকা চাওয়ার রেকর্ড আমাদের বার্তা ও দৈনিক শিক্ষাডটকমের কাছে এসেছে। 

এমপিওভুক্ত হতে না পারা মাদরাসা শিক্ষক মোহাম্মদ শহিদুল কবির ও নাজমুল সোহাগ দৈনিক আমাদের বার্তাকে বলেন, নম্বর নিয়ে জটিলতা থাকায় আমরা এমপিওভুক্ত হতে পারছি না। জুবায়ের আদনান এ বিষয়ক সংবাদ দৈনিক শিক্ষাডটকম ও দৈনিক আমাদের বার্তায় প্রকাশ করে দেবে বলে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে। একই জটিলতায় পড়া বিভিন্ন শিক্ষকের কাছ থেকে সে প্রায় ২৫ হাজার টাকা নিয়েছে।  

এ দুই শিক্ষক তাদের অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে জুবায়ের আদনানের সঙ্গে তাদের কথোপোকথনের রেকর্ড দৈনিক আমাদের বার্তাকে সরবরাহ করেছেন।

এমন পরিস্থিতিতে দৈনিক শিক্ষাডটকম ও দৈনিক আমাদের বার্তার পক্ষ থেকে পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জুবায়ের আদনানের সঙ্গে নিউজ বা বাণিজ্যিক কোনো প্রয়োজনে যোগাযোগ না করার আহবান জানানো হয়েছে। অসাংবাদিকতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের ব্যাপারে দৈনিক আমাদের বার্তা সবসময়ই কঠোর অবস্থানে থাকবে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতিমধ্যে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।  

উল্লেখ্য, ২০২০ খ্রিষ্টাব্দে ঝালকাঠিতে এক স্বর্ণ কিশোরীর ঘরে ঢুকে তার ওপর চড়াও হওয়ার অপরাধে জুবায়ের আদনানকে গ্রেফতার করা হয়েছিলো। দৈনিক আমাদের বার্তায় অস্থায়ী চাকরি পাওয়ার সময় জুবায়ের আদনান সে তথ্য গোপন করেছিলো।   

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE  করতে ক্লিক করুন

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের - dainik shiksha পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার - dainik shiksha ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে please click here to view dainikshiksha website Execution time: 0.0034768581390381