ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি-জামাতপন্থীরা যাচ্ছে না - দৈনিকশিক্ষা

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি-জামাতপন্থীরা যাচ্ছে না

নিজস্ব প্রতিবেদক |

করোনাভাইরাস মহামারীর মধ্যে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দল। বৃহস্পতিবার সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম।

এর আগে ৭ ডিসেম্বর শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে মহামারীর মধ্যে তা স্থগিত রেখে পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছিল সংগঠনটি। বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ছিল এই নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।

মনোনয়নপত্র জমা না দিয়ে সংবাদ সম্মেলনে অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, মহামারীর মধ্যে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিলে এই সময়ে নির্বাচন আয়োজন তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তাই তারা নির্বাচনে বিরত থাকবে। তবে নির্বাচন স্থগিত করা হবে বলে এখনও আশাবাদী তারা।

তিনি বলেন, “আমরা বলতে চাই শিক্ষক সমিতির নির্বাচনে সাদা দল অংশ নিতে চায়। তাই আমরা নির্বাচন কমিশন ও শিক্ষক সমিতির বর্তমান কার্যকর পরিষদের কাছে অনুরোধ করছি, ঘোষিত তফসিল বাতিল করে কোভিড পরিস্থিতির উন্নতি সাপেক্ষ নতুন তফসিলের মাধ্যমে শিক্ষক সমিতির নির্বাচন আয়োজন করা হোক।”

প্রতি বছরই ডিসেম্বরের শেষ সপ্তাহে একবছর মেয়াদী শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। নির্বাচনে প্রধানত আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দল এবং বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। বিশ্ববিদ্যালয়ের বামপন্থি শিক্ষকদের সংগঠন গোলাপি দলও নির্বাচনে অংশ নেয়। তবে এবছর নির্বাচনে অংশ নিতে মনোননয়নপত্র সংগ্রহ করেনি গোলাপি দল।

শিক্ষক সমিতির বর্তমান কার্যকরী পরিষদের ১৫ সদস্যের কমিটিতে সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে থাকলেও বাকি ১৪ সদস্য নীল দলের হওয়ায় নির্বাচন নিয়ে ভিন্ন প্রেক্ষাপট তৈরি হয়েছে।

ঘোষিত সময়েই নীল দল নির্বাচনে অংশ নিতে চায়। প্রার্থীদের মনোয়ননয়পত্রও জমা দিয়েছে তারা।

এবিষয়ে নির্বাচন পরিচালক ও বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের অধ্যাপক জাকির হোসেন ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নীল দল প্রার্থীদের মনোননয়নপত্র জমা দিয়েছে। তবে সাদা দল মনোননয়নপত্র জমা দেয়নি। ২০ ডিসেম্বরের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ।”

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ - dainik shiksha আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী - dainik shiksha আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0079610347747803