ঢাবি হলে এসি লাগিয়ে থাকেন চাকরিজীবী ছাত্রলীগ নেতা - দৈনিকশিক্ষা

ঢাবি হলে এসি লাগিয়ে থাকেন চাকরিজীবী ছাত্রলীগ নেতা

ঢাবি প্রতিনিধি |

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সহসভাপতি পদ পেয়েছেন এস এম রিয়াদ হাসান। তিনি চাকরি করেন শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানে। যদিও গঠনতন্ত্র অনুযায়ী চাকরিজীবীদের ছাত্রলীগের পদে থাকার সুযোগ নেই। চাকরীজীবী এই নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হল হলের ৩১৩ নম্বর কক্ষে থাকেন এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) লাগিয়ে। তাঁর কক্ষে আছে রেফ্রিজারেটরও।

রিয়াদ হাসান ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সাহিত্যবিষয়ক উপসম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। একই কমিটিতে দুইবার পদায়ন হওয়ায় ‘ক্ষোভ’ প্রকাশ করেছেন অনেকেই। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্র রিয়াদ। গত বছরের ১৮ জুলাই শিল্প মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনে সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং চলতি বছরের ৫ জুলাই ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এস এম রিয়াদ হোসেনসহ আরও ৯ জনকে সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তদের ১ আগস্ট চাকরিতে যোগ দিতে বলা হয়। সে অনুযায়ী তিনি চাকরিতে যোগ দেন। তাঁর নিয়োগপত্র, সার্কুলার এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের প্রোফাইলে তাঁর নাম, ছবি ও পরিচয়ের বিস্তারিত উল্লেখ রয়েছে। যার স্ক্রিনশট ও প্রমাণাদি হাতে আছে।

ছাত্রলীগের একাধিক কেন্দ্রীয় নেতা জানান, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির সঙ্গে রিয়াদের ঘনিষ্ঠতা রয়েছে। তাঁদের দুজনের বাড়ি বরিশালে। ২০১৮ সালের মাঝামাঝি সময়ে রিয়াদ ছাত্রলীগের রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়লেও ২০১৯ সালে আল নাহিয়ান জয় কেন্দ্রীয় সভাপতি হওয়ার পর ‘ব্যাপক’ সক্রিয় হয়ে ওঠেন রিয়াদ। গত ৩১ জুলাই ছাত্রলীগের সভাপতি জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত চিঠি ইস্যুর মাধ্যমে ‘বর্ধিত’ কমিটিতে তাঁকে ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি পদে মনোনীত করা হয়। গত বৃহস্পতিবার তাঁর অনুসারীরা তাঁকে ফেসবুকে শুভেচ্ছা জানালে বিষয়টি আলোচনায় আসে।

এ বিষয়ে কথা বলার জন্য রিয়াদ হাসানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তাঁর হোয়াটসঅ্যাপে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। বার্তা পাঠানো হলেও কোনো উত্তর দেননি রিয়াদ।

এ বিষয়ে জানতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়কে একাধিকবার ফোন দেওয়া হলে তিনিও রিসিভ করেননি। তবে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য  বলেন, ‘৩১ জুলাই তাঁকে পদ দেওয়া হয়েছে। আর সে (রিয়াদ) চাকরি পেয়েছে ১ আগস্ট। সেহেতু গঠনতন্ত্র অনুযায়ী তাঁর পদ শূন্য হয়ে গেছে। তাঁর এখন পদ নেই।’

রিয়াদ হাসান হলে রেফ্রিজারেটর ও এসি নিয়ে থাকার বিষয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ ড. আবদুর রহিম বলেন, ‘হলে এসি ও রেফ্রিজারেটর নিয়ে থাকার বিষয়টি দুঃখজনক। আমি এখন ঢাকার বাইরে আছি। হলের দায়িত্বরত শিক্ষকদের বিষয়টি দেখতে বলেছি। ঢাকায় এসে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ - dainik shiksha পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা - dainik shiksha হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে - dainik shiksha সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা please click here to view dainikshiksha website Execution time: 0.0061428546905518