ঢাবির চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষায় সেরা তিন যারা - দৈনিকশিক্ষা

ঢাবির চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষায় সেরা তিন যারা

ঢাবি প্রতিনিধি |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার চারুকলা ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত এই ইউনিটের ফলে দেখা যায়, প্রথম হয়েছেন সৌম্যদীপ্ত মণ্ডল, দ্বিতীয় হয়েছেন সিফাত হোসাইন রিসতা এবং তৃতীয় স্থানে রয়েছেন রিদিতা নওশীন। 

সোমবার দুপুরে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে আসা সৌম্যদীপ্ত মণ্ডল ঢাকা কলেজের ছাত্র। তিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএর ভিত্তিতে প্রাপ্ত নম্বরসহ মোট ১০২ পেয়ে প্রথম হয়েছেন।

অন্যদিকে বিজ্ঞান বিভাগ থেকে আসা আরেক সিফাত হোসাইন রিসতা রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র। তিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএর ভিত্তিতে প্রাপ্ত নম্বরসহ মোট ১০১ দশমিক ৫ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন এবং একই কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী রিদিতা নওশীন। তিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএর ভিত্তিতে প্রাপ্ত নম্বরসহ মোট ৯৯ দশমিক ৭৫ পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

চারুকলা ইউনিটে চলতি শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে পাস করেছে ৪ দশমিক ৪৯ শতাংশ ভর্তিচ্ছু এবং মোট পাস করেছেন ২১২ জন। বাকি ৯৫ দশমিক ৫১ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন। সেদিক বিবেচনায় এই ইউনিটে মোট ২১২ জন উত্তীর্ণ হয়েছেন। 

প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে চলতি শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৩০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিলো ৭ হাজার ৯৭ জন।

ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.010529041290283