ঢাবির মুহসীন হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক মাসুদুর রহমান - দৈনিকশিক্ষা

ঢাবির মুহসীন হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক মাসুদুর রহমান

ঢাবি প্রতিনিধি |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের নতুন প্রাধ্যক্ষ্য হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মাসুদুর রহমান। বিদায়ী প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া ড. মাসুদুর রহমানের নিকটে দায়িত্ব হস্তান্তর করেন।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে এ পদে নিয়োগ দেন।

হল নিয়ে পরিকল্পনা জানতে চাইলে নবনিযুক্ত প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান বলেন, মুহসীন হল বিশ্ববিদ্যালয়ের একটি বড় হল। এর বিদ্যমানে যে অবকাঠামো আছে তার চাইতেই কিন্তু অধিক সংখ্যক ছাত্র হলে অবস্থান করছে। প্রাধ্যক্ষ হিসেবে আমি চেষ্টা করবো হলের আবাসন ব্যবস্থাকে আরও সহনীয় করতে, শিক্ষার নিরবচ্ছিন্ন পরিবেশ নিশ্চিত করতে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাছাড়া করোনার মধ্যে যদি হল খুলে দিতেই হয়, তাহলে শিক্ষার্থীদের কীভাবে নিরাপদে ক্যাম্পাসে রাখা যায়, সেজন্য বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে কাজ করবেন বলেও জানান তিনি।

অধ্যাপক ড. মাসুদুর রহমান ঢাকা স্টক এক্সচেঞ্জে এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। ২০২০ খ্রিষ্টাব্দের ৯ সেপ্টেম্বর থেকে তিনি চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। অধ্যাপক মাসুদুর রহমান মার্কেটিং বিভাগ থেকে ১৯৮৮ খ্রিষ্টাব্দে স্নাতক এবং ১৯৮৯ খ্রিষ্টাব্দে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ২০১০ খ্রিষ্টাব্দের যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি ইতোপূর্বে ২০১৭ খ্রিষ্টাব্দ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। 

নতুন প্রাধ্যক্ষ হিসেবে হাজী মুহম্মদ মুহসীন হলে তিনি এমন সময়ে যোগদান করলেন, যখন করোনার কারণে হল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা কবে হলে ফিরবে সেটা এখনো অনিশ্চিত।

উল্লেখ্য, উপমহাদেশের অন্যতম শিক্ষানুরাগী হাজী মুহম্মদ মুহসীনের নামে ১৯৬৭ সালে হাজী মুহম্মদ মুহসীন হল প্রতিষ্ঠিত হয়।

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের - dainik shiksha পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার - dainik shiksha ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে please click here to view dainikshiksha website Execution time: 0.0034351348876953